মহম্মদ সালাহর দিকে নজর বেঙ্গালুরু এফসির

এই ফুটবল সিজনে একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। গত বছর আইএসএলের ফাইনালিস্ট হিসেবে উঠে আসলেও এই মরশুমে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেছে…

Bengaluru FC Targets Mohamed Salah

এই ফুটবল সিজনে একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। গত বছর আইএসএলের ফাইনালিস্ট হিসেবে উঠে আসলেও এই মরশুমে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেছে ক্লাব। তবে অনেক আগে থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জারাগোজার এই ফুটবল ক্লাব।

সেক্ষেত্রে বিগত কয়েকদিনে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে এই ক্লাব। অলিভার ড্রস্ট থেকে শুরু করে পরবর্তীতে স্লাভকো ডামজানোভিচ, অমৃত গোপী, বিক্রম সিংয়ের মতো ফুটবলারদের রিলিজ করার কথা জানানো হয়েছিল কয়েকদিন আগেই।

   

পরবর্তীতে সেই তালিকায় যুক্ত হন জাভি হার্নান্দেজ। এই সিজনে অনবদ্য পারফরমেন্স থাকলেও আগামীতে তাকে নিয়ে পরিকল্পনা করছে না বেঙ্গালুরু। সেজন্য এখন তাকে নিতে চাইছে পাঞ্জাব এফসি। মূলত তালালের বিকল্প হিসেবে এই তারকাকে নিতে পারে এই ক্লাব। অন্যদিকে, এবার এক ভারতীয় লেফট ব্যাকের দিকে নজর গিয়েছে বেঙ্গালুরু এফসির।

তিনি মহম্মদ সালাহ্। এই ফুটবল সিজনে পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বছর ঊনত্রিশের এই ফুটবলার। ডুরান্ড কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও খেলেছেন একাধিক ম্যাচ। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সব সময়।

এই মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পাঞ্জাবের। সমস্ত কিছু বিবেচনা করেই নতুন সিজনের জন্য তাকে দলে নিতে চাইছে বেঙ্গালুরু। যতদূর খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে তার যোগদানের কথা।