এই আর্জেন্টাইন মিডফিল্ডারের যোগদানের কথা জানিয়ে দিল বেঙ্গালুরু

শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। ডুরান্ড কাপের হতাশা ভুলে দেশের…

Bengaluru FC Braian Sanchez Signing

শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। ডুরান্ড কাপের হতাশা ভুলে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের শুরু থেকেই যথেষ্ট ছন্দে দেখা গিয়েছিল কর্নাটকের ক্লাবকে। তবে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে দাপুটে পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যা ব্যাপকভাবে নিরাশ করেছিল সমর্থকদের। বিশেষ করে ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল একবারের এই খেতাব জয়ীরা।

Advertisements

সেক্ষেত্রে জয়ের মধ্য দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল এই ফুটবল ক্লাব। তারপর সময় এগোনোর সাথে সাথে ক্রমশ ভয়ঙ্কর হয়েছিল সুনীল ব্রিগেড। যারফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে খুব একটা সমস্যা ছিল না তাঁদের পক্ষে। নিয়মরক্ষার ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বিরাট বড় ধাক্কা খেতে হলেও অনায়াসেই তাঁর বদলা মিলেছিল নক আউটে। পাঁচটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল রাহুল ভেকেরা। যারফলে নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালের টিকিট। তবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে লড়াই করে যে সফল হওয়া সহজ নয় সেটা ভালো মতোই জানতেন দলের ফুটবলাররা। সেইমতো নিজেদের প্রস্তুত করছিলেন সকলে।

   

যার সুফল মিলেছিল দ্বিতীয় লেগের সেমিফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সুনীলের বিশ্বমানের গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। সেই সুবাদে অনায়াসেই দল স্থান করে নিয়েছিল ফাইনালে। নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। একটা সময় নির্নায়ক ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান। তবে সেইসব এখন অতীত। নয়া ফুটবল সিজনে দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে দলের সাফল্য নিশ্চিত করতে মরিয়া ম্যানেজমেন্ট। তাই অনেক আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। এক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল ব্রায়ান সানচেজের নাম। অবশেষে তাঁর যোগদানের কথা ঘোষণা করেদিল বেঙ্গালুরু (Bengaluru FC)।

পূর্বে আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার সঙ্গে যুক্ত ছিলেন বছর বত্রিশের এই মিডফিল্ডার। চলতি জুন মাসেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ব্রায়ানের। সেই দলের জার্সিতে খেলেছেন প্রায় একাধিক ম‌্যাচ। যার মধ্যে গোল ও করেছেন কয়েকটি। সেই চুক্তি শেষ হওয়ার পরেই তাঁকে দলে টানতে মরিয়া ছিল ভারতের এই ফুটবল ক্লাব। সেটাই হল এবার। আসন্ন সুপার কাপে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে।