ভালো ফুটবল খেলে ও শেষ সিজনে চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে সহজেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। যারফলে সুপার সিক্সে স্থান করে নিতে খুব অসুবিধা হয়নি তাঁদের পক্ষে।
তবে ইন্ডিয়ান সুপার লিগের নিয়মরক্ষার ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বিরাট বড় ধাক্কা খেতে হলেও অনায়াসেই তাঁর বদলা মিলেছিল নক আউটে। পাঁচটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল সুনীল ব্রিগেড। যারফলে নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালের টিকিট। কিন্তু মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে লড়াই করে যে সফল হওয়া সহজ নয় সেটা ভালো মতোই জানতেন দলের ফুটবলাররা। সেইমতো নিজেদের প্রস্তুত করছিলেন সকলে। যার সুফল মিলেছিল দ্বিতীয় লেগের সেমিফাইনালে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সুনীল ছেত্রীর বিশ্বমানের গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। যারফলে অনায়াসেই দল স্থান করে নিয়েছিল ফাইনালে। কিন্তু সেখানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। আসলে বছর কয়েক আগে এই দলের কাছেই আইএসএল ফাইনাল হেরেছিল বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই বদলার লড়াই ছিল তাঁদের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও আইলিগের দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।
এই সমস্ত হতাশা ভুলে এবার আসন্ন মরসুমের জন্য ঘর গোছাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। সেইমতো দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। যার মধ্যে গত কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ফানাই লালরেমটলুয়াঙ্গার নাম। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আরো দুইটি সিজনের জন্য তাঁকে দলে রাখতে চলেছে বেঙ্গালুরু শিবির। যা নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে দলকে।