মাস কয়েক আগেই বেড়েছিল চুক্তি! এডগার মেন্ডেজকে রিলিজ করল বেঙ্গালুরু

শেষ সিজনে যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ডুরান্ড কাপে অংশগ্রহণ করলেও সেটা সম্ভব হয়নি। মোহনবাগানের কাছে আটকে…

Bengaluru FC Extends Spanish Star Edgar Mendez’s Contract Until 2026 ISL Season

শেষ সিজনে যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ডুরান্ড কাপে অংশগ্রহণ করলেও সেটা সম্ভব হয়নি। মোহনবাগানের কাছে আটকে গিয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ধাক্কা কাটিয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে একের পর এক ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা।

যারফলে অতি সহজেই দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে‌। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল সুনীল ছেত্রীদের দাপট। জারাগোজার ছেলেদের দাপট। তাই সেবার ডুরান্ডের সেমিফাইনালের হতাশা কাটিয়ে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে সেই ম্যাজিক কাজ করেনি ফাইনালে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল জোসে মোলিনার ছেলেরা। সেই হতাশা কাটিয়ে এবারের এই নতুন সিজনে সাফল্য পাওয়ার পরিকল্পনা নিয়ে দল সাজাতে শুরু করেছিল জিন্দালের বেঙ্গালুরু।

   

সেইমতো নতুন করে ঘর গোছাতে শুরু করেছিল আইএসএল জয়ীরা। এক্ষেত্রে গত কয়েক মাস আগেই দাপুটে পারফরম্যান্সের দরুণ এডগার মেন্ডেজের সঙ্গে আরও একটি মরসুমের চুক্তি বাড়িয়ে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের উইংকে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার তাঁকেই রিলিজ করে দিল ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। শনিবার নিজেদের সোশ্যাল সাইটে তা নিশ্চিত করেছে কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেখানে এই ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়েছে ” বেঙ্গালুরু এফসি এবং এডগার মেন্ডেজ পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। ক্লাবে অবদানের জন্য বিএফসি পরিবার স্প্যানিয়ার্ডকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তার শুভকামনা জানায়।”

Advertisements

এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে হতাশ করেছে সকলে। আসলে গত কয়েক মাস ধরেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক জটিলতা। আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণকে কেন্দ্র করে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। যারফলে আগামী সিজনে আদৌও এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা আর হলেও সেটি দুইটি লেগে হবে কিনা সেই সম্পর্কে এখনও কোনও সঠিক ধারনা মেলেনি। যার ফলস্বরূপ হয়তো এমন সিদ্ধান্তের পথে হাঁটতে বাধ্য হয়েছে বেঙ্গালুরু শিবির।