এই বিদেশি ফুটবলারকে এবার বিদায় জানাল বেঙ্গালুরু এফসি

আগের মরসুমে অনবদ্য ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল কর্নাটকের এই প্রথম সারির দল।…

Bengaluru FC Signs Moroccan Defender Salaheddine Bahi

আগের মরসুমে অনবদ্য ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল কর্নাটকের এই প্রথম সারির দল। সময় যত এগিয়েছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল সুনীল ব্রিগেড। যারফলে অতি সহজেই তাঁরা স্থান করে নিয়েছিল সুপার সিক্সে‌। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল তৎকালীন কোচ জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। এমনকি মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অতি সহজেই এসেছিল জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকেশ।

Advertisements

যারফলে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে সেই ম্যাজিক কাজ করেনি ফাইনালে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বাগান শিবির। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য একবারের আইএসএল বিজয়ীদের। সেজন্য, অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দলে টেনেছিল বেঙ্গালুরু। যাদের মধ্যে অন্যতম ছিলেন সালাইদ্দিন বাহি।

   

এই মরোক্কান ডিফেন্ডারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল সকলের। সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে আটকে যেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির কাছে। তখন ও ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে দল ছাড়তে শুরু করেছিলেন আইএসএলের একাধিক বিদেশি ফুটবলার। পাশাপাশি নিজেদের আর্থিক ক্ষতি কমাতে এমন অনিশ্চিত পরিস্থিতিতে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে শুরু করেছিল দল গুলি।

এবার সেই তালিকায় যুক্ত হল সালাইদ্দিন বাহির নাম। অবশেষে মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁকে রিলিজ করার কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট। যেখানে বলা হয়, ‘ বেঙ্গালুরু এফসি এবং বাহি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেঙ্গালুরু পরিবার তাঁর পেশাদারিত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানায় এবং এই মরোক্কান খেলোয়াড়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।’ বলাবাহুল্য, এই দলের জার্সিতে সুপার কাপে মাত্র কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু এবার অন্যত্র যোগদান করতে চলেছেন এই বিদেশি।

Advertisements