হতাশ করেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ভারতীয় ফুটবলে আবির্ভাবের পর দ্রুত গতিতে উত্থান হয়েছিল ক্লাবের। ২০২৩-২৪ মরসুমেও বেঙ্গালুর এফসির পক্ষ থেকে ভাল কিছুর আশা করেছিলেন ভারতীয় ফুটবল প্রেমীরা। দল প্রত্যাশা মতো খেলতে পারেনি। নাউন মরসুমের আগে স্কোয়াডে একাধিক বদল হতে চলেছে। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে।
Transfer Rumours: মোহন-ইস্টের পর চমক দিতে পারে আরও এক ক্লাব
সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির খেলা রীতিমতো হতাশ করেছিল ফুটবল প্রেমীদের। বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল দলের পারফরম্যান্সে নিজেও হতাশা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পার্থ বারবার দলের খারাপ পারফরম্যান্স সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। বদল করেছেন কোচ। তারপরেও পারফরম্যান্সের দিক থেকে খুব একটা বদল আসেনি। বেঙ্গালুরু এফসি নিজের নামের প্রতি সুবিচার করবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। বদল আসছে, এমনটাই দিয়েছিলেন ইঙ্গিত।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বদল এসেছিল বেঙ্গালুরু এফসির স্কোয়াডে। তাতেও খুব একটা কাজের কাজ হয়নি। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি বেঙ্গালুরু এফসি। শিবশক্তির মতো উদীয়মান ফুটবলার দলে থাকলেও আশানুরূপ সংখ্যায় গোল আসেনি।
Woke up thinking about Johny Menyongar. pic.twitter.com/Wum1KQO6JX
— Bengaluru FC (@bengalurufc) June 21, 2024
Pritam Kotal: দল বদল করার পথে প্রীতম কোটাল?
শুক্রবার সকালে পোস্ট করে Johnny Menyongar-এর কথা মনে করিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। ২০১৩-১৪ মরসুমে আই লিগ জিতেছিলেন বেঙ্গালুরু এফসির হয়ে। মাঝমাঠের খেলা তৈরি করার ব্যাপারে পারদর্শী ছিলেন লাইবেরিয়ার এই ফুটবলার। নতুন মরসুমের জন্য কি নতুন কোনো মিডফিল্ডারকে নিয়ে আসতে চলেছে বেঙ্গালুরু এফসি? থাকল প্রশ্ন।