দল বদলের বাজারে (Transfer window) বড় ঝটকা দিতে পারে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ইন্ডিয়ান সুপার লীগ (ISL) জয়ী তরুণ ফুটবলারকে দলে নেওয়ার পথে সুনীল ছেত্রীদের দল। নিজামের শহর থেকে সিলিকন ভ্যালিতে আসতে পারেন তরুণ এই ফুটবলার।
শুক্রবার দল বদেলর বাজারে আলোচনায় উঠে এসেছিলেন রোহিত দানু। অল্প বয়সের মধ্যে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছেন তিনি। বর্তমানে তার বয়স ২০ বছর। ২০২১-২২ মরসুমে হায়দরাবাদ এফসির হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লীগ। ২০২০ সাল থেকে ছিলেন নিজামের শহরের দলে। বয়স বেশী না হলেও দলের হয়ে খেলেছেন ধারাবাহিকভাবে। গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের ওপর আস্থা রেখেছিলেন প্রশিক্ষকরা। উইং বরাবর রোহিতের দৌড় একাধিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। কয়েকটি গোল রয়েছে উত্তরাখণ্ডের এই ফুটবলারের নামের পাশে।
ইন্ডিয়ান সুপার লীগে খেলার আগে রোহিত খেলতেন ইন্ডিয়ান অ্যারোজে। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত অ্যারোজে ছিলেন তিনি। সেখানে থেকে গিয়েছিলেন হায়দরাবাদ এসফিতে। এবার বেঙ্গালুরুর পথে। বেঙ্গালুরুতে একাধিক তারকা ফুটবলার দেখা যায়। তার মধ্যেও প্রতিভাধর খেলোয়াড় সুযোগ পান সুনীল ছেত্রীদের দলে।
গত মরসুমে ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন শিবাশক্তি। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পর আগে থেকে ফর্মের মধ্যে ছিলেন তিনি। আইএসএল শুরু হওয়ার পরেও প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। রোহিত ইন্ডিয়ান সুপার লীগে ইতিমধ্যে পরীক্ষিত । তাই তার প্রতি ফুটবল প্রেমীদের প্রত্যাশা থাকতে একটু বেশি।