Bengaluru FC: এই আলবেনিয়ান ফরোয়ার্ডের দিকে নজর বেঙ্গালুরুর

গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালিস্ট হলেও এই মরশুমটা খুব একটা ভালো যায়নি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ডুরান্ড থেকে শুরু করে সুপার কাপ। কোথাও খুব…

bengaluru fc may intersted in Flocard Malci

গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালিস্ট হলেও এই মরশুমটা খুব একটা ভালো যায়নি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ডুরান্ড থেকে শুরু করে সুপার কাপ। কোথাও খুব একটা সুবিধে করতে পারেনি সুনীল ছেত্রীর এই ফুটবল ক্লাব। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি।

আসলে এই সিজনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ প্রায় অধিকাংশ সময় জাতীয় শিবিরে থাকতে হয়েছে সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সিন্ধুর মতো ফুটবলারদের। তবে পরবর্তীতে আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

   

সেই হতাশা কাটিয়ে অনেক আগে থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। এক্ষেত্রে এবারের আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির দিকে নজর পড়েছে এই ফুটবল ক্লাবের। পেট্রো ক্র্যাটকির দল থেকে পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি সহ মুম্বাই দলের অধিনায়ক রাহুল ভেকে ও নতুন সিজনে যুক্ত হতে চলেছে বেঙ্গালুরু শিবিরে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে জারাগোজার ফুটবল দলকে‌। এই সিজনে হতশ্রী পারফরম্যান্স থাকলেও নতুন আইএসএল মরশুমে আবারো নিজেদেরকে সাফল্যের সরনীতে আনতে চাইছে বেঙ্গালুরু ব্রিগেড।

এক্ষেত্রে দলের আপফ্রন্টের শক্তি বাড়াতে এবার এক আলবেনিয়ান ফরোয়ার্ডের দিকে নজর পড়েছে ম্যানেজমেন্টের। তিনি ফ্লোকার্ড মালচি। বর্তমানে গ্ৰীসের প্রথম টায়ারের ক্লাব পিএএস লামিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ২৯ বছরের এই ফুটবলার। হিসেবে মতো আগামী জুন মাসে তার সঙ্গে চুক্তি শেষ হবে এই ফুটবল ক্লাবের।‌

নতুন সিজনের জন্য গত কয়েক সপ্তাহ ধরে এই তারকার দিকেই নজর রয়েছে বেঙ্গালুরু এফসির। বলাবাহুল্য, সেন্টার ফরোয়ার্ড হিসেবে তিনি বিবেচিত হলেও দুই উইংয়ে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন মালচি। তার উপস্থিতি নিঃসন্দেহে শক্তি বাড়াবে আইএসএলের এই ফুটবল ক্লাবের।