কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবারের আইএসএল লিগ শুরু করেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদি স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বেশ কিছু ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। সেই হতাশা কাটিয়ে নতুন বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নতুন বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর টানা পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সুনীল ছেত্রীদের। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু গত ফেব্রুয়ারিতে বদলে যায় পরিস্থিতি।
Also Read | সাইড লাইনে রিহ্যাব সারলেন ম্যাকলারেন, চোট পরীক্ষা মনবীরের
নিজেদের ঘরের মাঠে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় আলবার্তো নগুয়েরার ভাসানো বল পা ছুঁইয়ে প্রতিপক্ষের গোলে ঠেলে দেন জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে। পরবর্তীতে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং অনবদ্য ডিফেন্সের মধ্য দিয়ে জয় সুনিশ্চিত করে জারাগোজার ছেলেরা। তবে পরবর্তীতে দুইটি নিয়মরক্ষার ম্যাচকে একেবারেই হালকা ভাবে নেননি বেঙ্গালুরু এফসির স্প্যানিশ কোচ।
Also Read | মিজোরামের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এফসি গোয়া
এই ম্যাচ গুলিতে মূলত নিজেদের রিজার্ভ বেঞ্চকে দেখে নিয়েছিলেন জারাগোজা। এবার প্লে-অফের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া সুনীল ছেত্রীরা। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ফুটবল মরসুমে জাতীয় দলের এক তারকা ডিফেন্ডারকে বিদায় জানাতে পারে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তিনি নাওরেম রোশন সিং। গত ২০২০ সাল থেকেই কর্নাটকের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন মনিপুরী লেফট ব্যাক। এমনকি চলতি সিজনে ও খেলে ফেলেছেন প্রায় একাধিক ফুটবল ম্যাচ।
তারমধ্যে ১টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট থেকেছে এই তারকার। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও নয়া সিজনে দলে থাকার জন্য নাকি অর্থ বাড়ানোর কথা জানানো হয়েছে তাঁর তরফে। যা নিয়ে একেবারেই খুশি নয় বেঙ্গালুরু শিবির। মনে করা হচ্ছে চলতি মরসুমের শেষেই এই ফুটবলারকে রিলিজ করে দিতে পারে আইএসএল জয়ীরা। স্বাভাবিকভাবেই তাঁকে দলে টানার জন্য আগ্ৰহ প্রকাশ করতে শুরু করেছে একাধিক ফুটবল দল।