ইন্ডিয়ান সুপার লিগের দীর্ঘ কয়েক বছরের ইতিহাসে একাধিক ভালো মানের বিদেশি কে খেলতে দেখেছি আমরা। এনাদের মধ্যে অনেকেই ভারতীয় ফুটবলের আঙিনায় দারুণ সফলতা পেয়েছে। আবার বেশ কিছু ক্ষেত্রে এর বিরূপটাও দেখা গেছে।
এমন বিদেশিদের ভিড়ে একজন অন্যতম সফল একজন বিদেশি ফুটবলার হলেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার কার্লোস ডেলগাডো (Carlos Delgado)। বর্তমানে ওড়িশা এফসির হয়ে নজরকাড়া ফুটবল খেলছেন তিনি। চলতি মরশুমেই কার্লোস ডেলগাডো কে সই করিয়েছিলো ওড়িশা এফসি দল। প্রতি ম্যাচেই ওড়িশা এফসির ডিফেন্স কে দারুণ ভরসা জোগাচ্ছেন কার্লোস ডেলগাডো। তাই স্বাভাবিক ভাবেই আরও অন্যান্য দল গুলোর নজর থাকবে এমন ভালো মানের বিদেশি ফুটবলারের উপর সেটাই স্বাভাবিক।
শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কার্লোস ডেলগাডো কে দলে যোগদান করার প্রস্তাব দিয়েছে।এখন দেখার বিষয় ওড়িশা এফসি দলে এমন দারুণ সাফলতা পাওয়ার পর কার্লোস ব্যাঙ্গালোরে যেতে রাজি হয় কিনা।