Bengaluru FC: স্প্যানিশ রাইট উইঙ্গারকে চূড়ান্ত করল বেঙ্গালুরু

Bengaluru FC Finalizes Spanish Right Winger Edgar Mendez

শেষ কয়েকটা সিজন একেবারেই ভালো যায়নি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে নতুন আইএসএল সিজনে পুরনো ফর্ম ফিরিয়ে আনাই লক্ষ্য ম্যানেজমেন্টের। তাই নিজেদের দলের বেশ কিছু বেশি ও বিদেশী ফুটবলারদের বিদায় জানিয়েছে বেঙ্গালুরু‌। যাদের মধ্যে ছিলেন স্লাভকো ডামজানোভিচ থেকে শুরু করে বিক্রম সিং, অমৃত গোপী, রোহিত কুমারের মত ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়। দল যে আরও বেশ কিছু ফুটবলারদের বিদায় জানাবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। বলতে গেলে নতুন মরশুমের জন্য একেবারে নতুন করে সেজে উঠছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

Advertisements

এবার সেই তালিকায় যুক্ত হতে হতে চলেছে এক স্প্যানিশ উইঙ্গারের নাম। তিনি এডগার মেন্ডেজ। গত সিজনে ক্লাব নেকাক্সার সঙ্গে যুক্ত ছিলেন আক্রমণভাগের এই ফুটবলার। গত সিজনে ম্যাক্সিকোর এই প্রথম ডিভিশন ফুটবল লিগে যথেষ্ট দাপিয়ে খেলেছেন এই তারকা। যেখানে প্রায় ১৫ টি অ্যাপিয়ারেন্সে দুইটি গোল ও এসেছে তার পা থেকে।

এছাড়াও অন্যান্য ফুটবল টুর্নামেন্টে ও অভূতপূর্ব পারফরম্যান্স ছিল তার। যদিও কিছুদিন আগেই এই বিদেশী ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে মেন্ডেজের। সেইদিক নজরে রেখেই তার সাথে কথাবার্তা এগোতে শুরু করে বেঙ্গালুরু এফসি।

Advertisements

যতদূর খবর, তা অনেকটাই ইতিবাচক। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই দলের চুক্তি পত্রে সাইন করতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। তার উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে বেঙ্গালুরুর আপফ্রন্টকে।