মরসুম শেষে অবসর নিতে চলেছেন এই বিদেশি ডিফেন্ডার

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে বেঙ্গালুরু এফসি। কান্তিরাভার বুকে প্রথমেই তাঁরা আটকে দিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল…

Bengaluru FC as Aleksandar Jovanovic

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে বেঙ্গালুরু এফসি। কান্তিরাভার বুকে প্রথমেই তাঁরা আটকে দিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল ফুটবলারদের মধ্যে। যা বজায় ছিল পরবর্তী পাঁচটি ম্যাচে। শক্তিশালী পাঞ্জাব এফসি হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। প্রত্যেকের বিপক্ষেই সহজ জয় নিশ্চিত করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। মাঝে বেশ কয়েকবার ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি।

স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের প্রথম লেগ থেকেই চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে জেরার্ড জারাগোজার ছেলেরা। তাই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের। পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করার পর হাতে আরও দুইটি ম্যাচ ছিল বেঙ্গালুরুর কাছে। সেগুলিকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন স্প্যানিশ কোচ জেরার্ড জারাগোজা। সেখানেও যথেষ্ট সফল থেকেছে রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। এক কথায় যা বিরাট পাওনা আইএসএলের এই ফুটবল দলের কাছে। এবার সেই সমস্ত কিছু মাথায় রেখেই ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের ম্যাচ খেলতে নামবে কর্নাটকের এই ফুটবল ক্লাব।

   

আগামীকালের সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে তাঁদের লড়াই করতে হবে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। সেইমতো গত কয়েকদিন ধরে অনুশীলন করেছে দলের সকল ফুটবলার। এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও কিছুটা এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে সকলের। তবে এসবের মাঝেই কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। চলতি মরসুম শেষেই অবসর নিতে চলেছেন আলেকসান্ডার জোভানোভিচ (Aleksandar Jovanovic)। আজ দলের অনুশীলনের শেষে সতীর্থদের সামনেই এ কথা জানান এই বিদেশী ফুটবলার। বলাবাহুল্য, গত কয়েক মরসুম আগে এ লিগের ফুটবল ক্লাব থেকে ভারতে এসেছিলেন বছর পঁয়ত্রিশের এই ফুটবলার‌।

Advertisements

তারপর থেকেই নিয়মিত খেলেছেন ভারতের এই ফুটবল ক্লাবে। এই আইএসএল মরসুমে ও তাঁর পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছে সকলকে। কিন্তু এবার সিজন শেষেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন জোভানোভিচ।