HomeSports Newsদলের আরও দুই তরুণ ফুটবলারকে বিদায় জানাল বেঙ্গালুরু

দলের আরও দুই তরুণ ফুটবলারকে বিদায় জানাল বেঙ্গালুরু

- Advertisement -

নতুন সিজনের জন্য দ্রুত গতিতে ঘর গোছানোর কাজ করছে বেঙ্গালুরু (Bengaluru FC)। এই মরশুমটা খুব একটা ভালো যায়নি সুনীল ছেত্রীদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে নতুন আইএসএল সিজনে পুরনো ফর্ম ফিরিয়ে আনাই লক্ষ্য ম্যানেজমেন্টের। তাই নিজেদের দলের বেশ কিছু বেশি ও বিদেশী ফুটবলারদের বিদায় জানিয়েছে বেঙ্গালুরু‌।

যাদের মধ্যে ছিলেন স্লাভকো ডামজানোভিচ থেকে শুরু করে বিক্রম সিং, অমৃত গোপী, রোহিত কুমারের মত ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়। দল যে আরও বেশ কিছু ফুটবলারদের বিদায় জানাবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। সেটাই হল এবার। ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে জানানো হল এবার।

   

এবার তারা রিলিজ করল তরুণ ডিফেন্ডার রবীন যাদব এবং মিডফিল্ডার অময় মোরাজকরকে। এই সিজনের ইন্ডিয়ান সুপার লিগে রবীন বেশকিছু ম্যাচ খেলার সুযোগ পেলেও রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে অময়কে। বলতে গেলে ডুরান্ড কাপের পর সেভাবে আর কোচের ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি এই ফুটবলার।

সেইজন্য আর তাকে মাঠে নামায়নি দল। মরশুম শেষে এবার তাকে রিলিজ করে দিল বেঙ্গালুরু এফসি। যতদূর জানা গিয়েছে, এদের মধ্যে রবীন যাদবের দিকে নজর রয়েছে পাঞ্জাব এফসির। আসলে নতুন সিজনের কথা ভেবে একাধিক তরুণ ফুটবলারদের নিজেদের স্কোয়াডে রাখতে চাইছে এই নতুন দল।

সেজন্য টুর্নামেন্টের অন্যান্য দলগুলির থেকে বেশ কিছু ফুটবলারদের দিকে নজর পাঞ্জাব ম্যানেজমেন্টের। অপরদিকে, শক্তিশালী দল গড়ে আবারো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বেঙ্গালুরুর।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular