রোহিত কুমারকে বিদায় জানাল বেঙ্গালুরু এফসি, নজর ওডিশার

Bengaluru FC Bids Farewell to Rohit Kumar

এবারের শুরু থেকেই যথেষ্ট পিছিয়ে ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আসলে মরশুম শুরুতে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ বেশিরভাগ সময় জাতীয় শিবিরের প্রস্তুতিতেই থাকতে হয়েছে সুনীল ছেত্রীর পাশাপাশি অন্যান্য ফুটবলারদের। আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে থেকে এবারের অভিযান শেষ করেছে জারাগোজার ছেলেরা। এখন নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। এক্ষেত্রে এবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসির দিকে বিশেষ নজর রয়েছে তাদের।

   

জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি সহ মুম্বাই দলের আরও বেশ কিছু ফুটবলারদের নিজেদের দলে প্রায় চূড়ান্ত করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। এছাড়াও একাধিক দেশীয় ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। যারজন্য নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিনে স্লাভকো ডামজানোভিচ থেকে শুরু করে অলিভার ড্রস্টের মতো ফুটবলারদের বিদায় জানিয়েছিল দল। পাশাপাশি সেই তালিকায় যুক্ত হয়েছিল বিক্রম সিং এবং অমৃত গোপীর মতো তরুণ ফুটবলারদের নাম।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার নিজেদের দলের আরো এক দেশীয় ফুটবলারকে বিদায় জানালো বেঙ্গালুরু। তিনি রোহিত কুমার। কয়েক সিজন ধরেই বেঙ্গালুর সঙ্গে যুক্ত ছিলেন বছর সাতাশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দলের হয়ে খেলেছেন ১০ টিরও বেশি ম্যাচ। আজ ঘন্টাকয়েক আগে তাকে বিদায় জানায় এই ফুটবল ক্লাব। কিন্তু কোথায় যেতে পারেন তিনি? যতদূর খবর আসন্ন ফুটবল মরশুমের জন্য সার্জিও লোবেরার ওডিশা এফসিতে যোগদান করতে পারেন এই ফুটবলার। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন