জাভি হার্নান্দেজকে বিদায় জানাল বেঙ্গালুরু এফসি

এই মরশুমটা একেবারেই ভালো কাটেনি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। প্রথম থেকেই যথেষ্ট চাপে পড়ে যেতে হয়েছিল তাদের। যার দরুণ একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট হয় আইএসএল…

javi hernandez Bengaluru FC

এই মরশুমটা একেবারেই ভালো কাটেনি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। প্রথম থেকেই যথেষ্ট চাপে পড়ে যেতে হয়েছিল তাদের। যার দরুণ একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। টুর্নামেন্টে দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দল। সেইমতো একের পর এক ম্যাচ জয় করতে শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই প্লে-অফের লড়াই যথেষ্ট কঠিন হয়ে যায় তাদের কাছে। শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশা জনক ছিল সকলের কাছে।

নিশু কুমারের সঙ্গে স্থায়ী চুক্তি ইস্টবেঙ্গলের, থাকছেন রাকিপ

   

বিশেষ করে সুনীল ছেত্রীর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের অন্দরে। তবে পুরনো এসব ভুলে এখন নতুন সিজনে ঘুরে দাঁড়ানোর লড়াই বেঙ্গালুরুর কাছে। এক্ষেত্রে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিনে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে এই ক্লাব। অলিভার ড্রস্ট থেকে শুরু করে স্লাভকো ডামজানোভিচ, অমৃত গোপী, বিক্রম সিংয়ের মতো ফুটবলার। এবার সেই তালিকায় যুক্ত হলেন দলের আরেক দাপুটে বিদেশী ফুটবলার। তিনি জাভি হার্নান্দেজ।

Bengaluru FC: এই আলবেনিয়ান ফরোয়ার্ডের দিকে নজর বেঙ্গালুরুর

ফুটবল মরশুমে খুব একটা খারাপ পারফরম্যান্স থাকেনি এই স্প্যানিশ ফুটবলারের। সুপার কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও গোল করেছেন তিনি। মূলত আইএসএলে মোট একুশটি অ্যাপিয়ারেন্সে ৫টি গোল থেকেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। মনে করা হচ্ছিল নতুন মরশুমে তাকে সামনে রেখেই হয়ত দল সাজাবে ম্যানেজমেন্ট। কিন্তু আজ সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার রিলিজের কথা‌।