কোহলিদের ‘বিরাট’ সেলিব্রেশনের ঘটনায় বিশ্বকাপের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত কর্ণাটক সরকারের

বিশ্বকাপের উত্তেজনা যখন ধীরে ধীরে জমে উঠছে, ঠিক সেই মুহূর্তেই এক বড় ধাক্কা খেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম (Bengaluru Chinnaswamy Stadium)। চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় মহিলা…

Bengaluru Chinnaswamy Stadium risks losing ICC Womens World Cup matches where likely to shifted Thiruvananthapuram

বিশ্বকাপের উত্তেজনা যখন ধীরে ধীরে জমে উঠছে, ঠিক সেই মুহূর্তেই এক বড় ধাক্কা খেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম (Bengaluru Chinnaswamy Stadium)। চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় মহিলা ওয়ান-ডে ক্রিকেট বিশ্বকাপের (ICC Womens World Cup) পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের কথা ছিল এই ঐতিহাসিক স্টেডিয়ামে। কিন্তু আরসিবির আইপিএল জয়ের পর উদযাপনকালে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সেই পরিকল্পনা বাতিল করল কর্ণাটক সরকার।

গত মে মাসে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল জয়ের উৎসবে হঠাৎ ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। ঘটনার পরই কর্ণাটক সরকার বিচারপতি জন মাইকেল ডি’কুনহার নেতৃত্বে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সম্প্রতি প্রকাশিত সেই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়, চিন্নাস্বামী স্টেডিয়াম বড় পরিসরে কোনও ইভেন্ট আয়োজনের জন্য উপযুক্ত নয়।

   

মাইকেল ডি’কুনহা কমিটির রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরত্বপূর্ণ দিক। বলা হয়েছে, স্টেডিয়ামের আকৃতি এবং কাঠামো বিপুল জনসমাগমের উপযোগী নয়। প্রবেশ এবং প্রস্থান পথ অপর্যাপ্ত, যার ফলে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন। পার্কিং-এর সুব্যবস্থা নেই। যানবাহনের সরাসরি সংযোগ সীমিত এবং জরুরি অবস্থায় উদ্ধারকার্য চালানোও অত্যন্ত চ্যালেঞ্জিং। এই প্রেক্ষাপটে কর্ণাটক সরকার মহিলা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিতে নারাজ।
আইসিসি-র পরিকল্পনায় বড় বদল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের জন্য পাঁচটি ভেন্যু নির্বাচন করেছিল। গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর, বেঙ্গালুরু এবং কলম্বো। এর মধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঁচটি ম্যাচ, যার মধ্যে ছিল ভারত বনাম শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ এবং একটি সেমিফাইনালও। কিন্তু কর্ণাটক সরকারের নিষেধাজ্ঞার ফলে এখন সেসব ম্যাচ সরে যাচ্ছে অন্য ভেন্যুতে।

Advertisements

সূত্রের খবর, এখন আলোচনায় উঠে এসেছে কেরলের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের নাম। যদিও সরকারি ঘোষণা এখনো আসেনি, কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়েশ জর্জ জানিয়েছেন, তাঁদের পরিকাঠামো এবং প্রস্তুতি সম্পূর্ণ। তিনি আরও বলেন, “আমরা মহিলা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আমরা দিতে প্রস্তুত।” আইসিসি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই পরিবর্তিত সূচি এবং নতুন ভেন্যুর নাম ঘোষণা করা হবে।

Bengaluru Chinnaswamy Stadium risks losing ICC Womens World Cup matches where likely to shifted Thiruvananthapuram