বাংলার এই তরুণ মিডফিল্ডারকে দলে টানল মুম্বাই সিটি

আসন্ন ফুটবল সিজনের জন্য নতুন করে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনে হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি একাধিক ভারতীয় তরুণকে…

Supratim Das Joins Mumbai City FC

আসন্ন ফুটবল সিজনের জন্য নতুন করে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনে হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি একাধিক ভারতীয় তরুণকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। এই নয়া প্রতিভাদের স্কোয়াডে রেখেই মরসুম শুরু করতে চাইছে গতবারের আইএসএল জয়ীরা। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে সুপ্রতিম দাসের (Supratim Das) নাম।

গত সিজনে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের হয়ে খেলেছিলেন বাংলার এই তরুণ মিডফিল্ডার। রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে মোট ৯টি ম্যাচ খেলে ২টি গোল ও করেছিলেন সুপ্রতিম। তাছাড় দলের প্রয়োজনে উইং থেকে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন বছর উনিশের এই ফুটবলার। সব দিক খতিয়ে দেখেই তাঁকে দলে টেনেছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি।

   

সোমবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের যোগদানের কথা জানায় ম্যানেজমেন্ট। দলের সঙ্গে যুক্ত হয়ে সুপ্রতিম বলেন, ‘ মুম্বাই সিটি এফসি-তে যোগদান করা আমার জন্য স্বপ্ন পূরণের মতো। ক্লাবটি তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট পরিচিত। এখানে আমার দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেকে প্রমান করার বিরাট সুযোগ রয়েছে। আমি আমার নতুন সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে দেশের একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে মুম্বাই সিটি এফসি। তবে আইএসএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আদৌ কতটা সুযোগ পাবেন এই তরুণ ফুটবলাররা সেদিকেই নজর থাকবে সকলের।