Sajal Bag: ISL-এ কপাল খুলতে পারে বাংলার সজলের

Exciting Prospect Sajal Bagh from Bengal Could Shine as an ISL Forward

আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে আরও সুযোগ পেতে পারেন বাংলার সজল বাগ (Sajal Bag)। নতুন মরসুমের আগে দলে ব্যাপক পরিবর্তন করছে চেন্নাইয়ন ফুটবল ক্লাব। ইতিমধ্যে তারা বিদায় জানিয়েছেন মিডফিল্ডার প্রশান্ত কারুথাকুনিকে। নিজের সময়কালে নীল জার্সি পরে নজর কেড়েছিলেন প্রশান্ত। তার অনুপস্থিতিতে দলের মাঝমাঠের দায়িত্বে কে থাকেন এখন সেটা দেখার বিষয়। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সজল বাগের নাম।

প্রশান্ত কারুথাকুনিকে সম্প্রতি বিদায় জানিয়েছেন চেন্নাইয়ন ফুটবল ক্লাব। ট্রান্সফার উইন্ডো খোলার কয়েক দিন পর দক্ষিণ ভারতীয় ফুটবল ক্লাবটির পক্ষ থেকে তাকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। গত মরসুমেও স্কোয়াডে একাধিক পরিবর্তন করেছিল চেন্নাইয়ন। কিন্তু প্রত্যাশা মতো সাফল্য আসেনি শিবিরে। তাই ফের পরিবর্তনের পথ বেছে নিয়েছে তারা। গতবার এক ঝাঁক বাঙালি ফুটবলারকে দলে নিয়েছিল ক্লাব। স্কোয়াডে ছিলেন বাংলার সজল বাগ।

   

কুড়ি বছর বয়সী সজল বাগ অল্প সময়ের মধ্যে নিজের জাত চিনিয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে মাঠে ছিলেন মাত্র মিনিট পনেরো। তাতেই করেছিলেন একটি গোল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতেছিল চেন্নাইয়ন ফুটবল ক্লাব। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ মরসুমের ইন্ডিয়ান সুপার লীগে পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন সজল।

ডুরান্ড কাপেও সুযোগ পেয়েছিলেন। নিজে গোল না করলেও প্রতিযোগিতায় গোল করার মতো সুযোগ করে দিয়েছিলেন তিনি। আগামী মরসুমে সজল বাগের খেলা আগের থেকে আরও বেশি উন্নত হবে বলে আশা করা যায়। অন্তত সম্ভাবনা রয়েছে এখনও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন