বেঙ্গালুরু হারলেও কেরালার বিরুদ্ধে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী বঙ্গ তনয়

monirul molla football player

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের প্রথম ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি বেঙ্গালুরু এফসি। ফুটবলাররা ব্যক্তিগতভাবে মুন্সিয়ানা প্রদর্শন করলেও দলগতভাবে সুন্দর ফুটবল উপহার দিতে পারেনি বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে কেরালা ব্লাস্টার্স। পরাজিত হলেও বেঙ্গালুরুর খেলায় রয়েছে কিছু ইতিবাচক দিক।

Advertisements

জহরলাল নেহেরু স্টেডিয়ামে অগোছালো ফুটবল খেলেছে বেঙ্গালুরু এফসি। তার ওপর গুরপ্রীত সিং সাঁধুর শিশুসুলভ ভুল। তবুও বেঙ্গালুরুর পক্ষে ইতিবাচক দিক রয়েছে। ম্যাচে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী বঙ্গ তনয় মনিরুল মোল্লা।

ম্যাচের ৭৭ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন মনিরুল মোল্লা। বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে আইএসএল -এ এদিনই ছিল তার প্রথম ম্যাচ। মাঠে নেমেই দাগ কেটেছেন কলকাতা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। মনিরুলের পা থেকে তৈরি হওয়ায় আক্রমণ থেকে গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিলেন বিদেশি ফুটবলার কার্টিস মেইন। মেইন কোনো ভুল করেননি। খেলার অন্তিম মুহূর্তে পরিশোধ করেছিলেন একটি গোল।

Advertisements

Durand Cup-এ নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন মনিরুল মোল্লা। এই টুর্নামেন্টেও গোলের পিছনে রেখেছিলেন অবদান। ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল বেঙ্গালুরু। পরে ম্যাচে ফেরত এসেছিল তারা। তখন একটি অ্যাসিস্ট করেছিলেন মনিরুল।