না ফেরার দেশে জয়ন্ত পুশিলাল (Jayanta Kumar Pushilal)। মাত্র ৬৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মঙ্গলবার নারকেলডাঙ্গায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।
জয়ন্ত পুশিলালের মনের জোর ছিল অদম্য। ফিরে এসেছিলেন মৃত্যুর মুখ থেকে। শরীরিক সমস্যা তাঁকে অতীতে ভুগিয়েছিল। লিভার, শ্বাসনালীতে টিউমার কিংবা পেটের সমস্যায় ভুগেছেন। তবুও টেবিল টেনিসের থেকে কখনও দূরে সরে থাকতে পারেননি।
বাংলার টেবিল টেনিসে জয়ন্ত পুশিলালের অনদান কখনও ভোলার নয়। একের পর এক নামী টেবিল টেনিস তারকা গড়েছিলেন নিজের হাতে। অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। প্রবাসী ভারতীয়দের টেবিল টেনিস শেখানোর জন্য সেখানে গিয়েছিলেন।
সর্বোপরি জয়ন্ত পুশিলাল বাংলার টেবল টেনিসের দ্রোণাচার্য কোচ। নারকেলডাঙা সাধারণ সমিতিতে একের পর এক তারকার জন্ম হয়েছিল তাঁর প্রশিক্ষণে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করেছিলেন দ্রোণাচার্য। জয়ন্ত পুশিলালের চলে যাওয়া বাংলা ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি।
President Droupadi Murmu confers Dronacharya Award (Lifetime), 2023 on Shri Jayanta Kumar Pushilal for his achievements in Table Tennis.
He has trained many outstanding Table Tennis players who have won medals in national and international competitions including Mouma Das who… pic.twitter.com/e4dxKxl2wq
— President of India (@rashtrapatibhvn) January 9, 2024