
বাংলা বনাম দক্ষিণ ভারতের মধ্যে অলিখিত একটা লড়াই শুরু হয়েছে। সন্তোষ ট্রফি ফাইনালের পর থেকে কিছুটা এগিয়ে দক্ষিণ ভারত। বাংলার ফুটবলারদের (Bengali footballers) দলে নেওয়ার জন্য সরাসরি প্রস্তাব রেখেছিল ইস্টবেঙ্গল। যে কোনো কারণেই হোক কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবকে বঙ্গ সন্তানদের বড় অংশ বেছে নেননি। খোলা প্রস্তাব থাকা সত্বেও বেছে নেননি।
ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। তারকাদের ভিড় তাঁরা সেখানে সুযোগ পাবেন কি পাবেন না সেটা পরের কথা। এক ঝাঁক বাঙালি ফুটবলার যে সেখানে গিয়েছেন এটাই একটা খবর। প্রশ্ন উঠবে, ফুটবলের মক্কা ছেড়ে দক্ষিণে কেন পাড়ি দিলেন তাঁরা?
বিগত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় ফুটবল পেয়েছে একাধিক শিরোপা। তৃণমূল স্তরের ফুটবল, আই লিগ, আইএসএল, সন্তোষ ট্রফি – প্রতি ক্ষেত্রে দক্ষিণ ভারতীয় ক্লাবের দাপট। অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে এসেছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব, কেরালা ব্লাস্টার্স, গোকুলাম ফুটবল ক্লাব।
চেন্নাইয়ের আইএসএল দলে যোগ দিয়েছেন – মহম্মদ রফিক, দেবজিত মজুমদার, নারায়ণ দাস, মনোতোষ চাকলাদার, সৌরভ দাস, রহিম আলি, সজল বাগ, শুভদীপ মাঝি, শমীক মিত্র। এনাদের মধ্যে অনেকের সঙ্গে রয়েছে বাংলার কোনো না কোনো প্রধান ক্লাবের যোগ। এখন তাঁরা সেই ক্লাবের প্রাক্তন ফুটবলার। সুযোগের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে এখন দক্ষিণ ভারতে। সুযোগ কতোটা পেয়েছেন বা আগামী দিনে কতোটা পাবেন এখন সেটাই দেখার।










