Santosh Trophy : ইস্টবেঙ্গলে চূড়ান্ত নতুন ফরোয়ার্ডের গোলে জিতল বাংলা

সন্তোষ ট্রফির (Santosh Trophy) ম্যাচে জিতল বাংলা (Bengal)। শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে জিতেছে দল। কেরালার কোতাপ্পদি ফুটবল স্টেডিয়ামে ছিল ম্যাচ।

এদিনের ম্যাচে ফুটবল মহলের নজরে ছিল বাংলার ম্যাচ। কারণ আগামী মরশুমে এই দলেরই একাধিক ফুটবল খেলতে চলেছেন কলকাতার বড় দলের জার্সি পরে। সন্তোষ ট্রফির এই ম্যাচে দুই দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। বাংলা একটি ক্ষেত্রে কাজের কাজটি করতে পেরেছে।

   

ম্যাচের একমাত্র গোল শুভম ভৌমিকের। শুভম আগামী মরশুমে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়েছেন বলে আগেই জানা গিয়েছিল।

পাসিং ফুটবলের সৌজন্যে পাঞ্জাবের অর্ধে বারংবার প্রবেশ করেছিল বাংলার ফুটবলাররা। গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বহুবার। শুভমের গোলটিও নিখুঁত পাসিং ফুটবলের ফসল।

বল পেয়ে তন্ময় ঘোষ পাস বাড়িয়ে দিয়েছিলেন সজল বাগের (অনূর্ধ্ব ২১) দিকে। সজল মাপা ক্রস করেছিলেন শুভমের উদ্দেশে। ভলি নিতে দেরি করেননি তিনি। পাঞ্জাবের সাইডবারে লেগে বল জড়িয়ে যায় জালে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন