হরিয়ানার বিরুদ্ধে বাংলার জয় শুধু সময়ের অপেক্ষা

Ranji Trophy bengal

পুরো সাত পয়েন্ট। আর এক কদম দূরে দাঁড়িয়ে মনোজরা। বাংলাকে ম্যাচের চতুর্থ দিনে ৭৯ রানের মধ্যে আরও তিনটি উইকেট তুলে নিতে হবে। ব্যাস!‌ কেল্লা ফতে!‌ ৬৯ ওভারে ১৭৭ রানে সাত উইকেট হারিয়েছে হরিয়ানা। ইনিংসে ম্যাচ জিতে পুরো সাত পয়েন্ট তুলে নিতে হলে বাংলাকে ৭৯ রানের মধ্যে আরও তিনটি উইকেট ফেলতে হবে চতুর্থ দিনের শুরুতেই। খারাপ আলোর কারণে ৬৯ ওভার হওয়ার পরে খেলা বন্ধ হয়ে যায়।

বাংলা প্রত্যাশামতোই ফলো অন দেয় হরিয়ানাকে। প্রথম ইনিংস বাংলার ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার প্রথম ইনিংস শেষ হয় ১৬৩ রানে। ২৫৬ রানে পিছিয়ে থাকা যুবরাজ সিংয়ের হরিয়ানা ফলো অন-‌এর কবলে পড়ে। বাংলার দেওয়া ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই খেলছিলেন হরিয়ানার ব্যাটাররা। একই ওভারে জোড়া উইকেট নিলেন ঈশান পোড়েল। ১৫৬ বলে ৫৫ রান করে চেতন বিষ্ণোই আউট হন ঈশান পোড়েলের বলে। একই ওভারে অঙ্কিত কুমার এলবিডব্লিউ হন। ১৯ বলে ১৬ রানে আকাশদীপের বলে আউট হন হিমাংশু রানা।

   

৭৮ রান করে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে মুকেশ কুমারের বলে আউট হন যুবরাজ সিং। প্রথম ইনিংসে ৭০ রান করে অপরাজিত থাকা সুমিত কুমার ৮ রানে তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন। সঙ্গে রয়েছেন অমিত রানা। তৃতীয় দিনের শেষে হরিয়ানা ৭৯ রানে পিছিয়ে। আকাশদীপ তিন উইকেট নেন। মুকেশ ও ঈশান দুটি করে উইকেট তুলে নিলেন। চতুর্থ দিনে বাংলার জয় শুধু সময়ের অপেক্ষা।

৭৯ রানে পিছিয়ে থাকা হরিয়ানার শেষ তিনটি উইকেট দ্রুত ফেলে দিতে পারলেই সাত পয়েন্ট ঘরে তুলবে বাংলা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে মনোজ তিওয়ারীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন