পশ্চিমবঙ্গের নিজস্ব টি২০ লিগ (Bengal T20 League)। আগামী ১২ জুন থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে আভাস দিলেন বাংলার ক্রিকেট নিয়ামক বোর্ডের সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।
শুরু হতে বেঙ্গল টি২০ লিগ। সম্প্রতি এ ব্যাপারে নেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সিএবি-র পক্ষ থেকে। পুরুষ ও মহিলা বিভাগে খেলবে আটটি করে দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বেঙ্গল টি২০ লিগ হবে ফ্র্যাঞ্চাইজি নির্ভর টুর্নামেন্ট। স্যালারি ক্যাপ অনুযায়ী বেতন পাবেন প্রতিযোগিতায় অংশ নিতে চলা ক্রিকেটারেরা।
লিগ কবে থেকে শুরু হতে পারে সে ব্যাপার স্পষ্ট করে আগে কিছু জানানো হয়নি। সম্ভাব্য একটি তারিখ এবার জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। বেঙ্গল চেম্বার অফ্ কমার্সের সঙ্গে চুক্তি সম্পন্ন করার সময় সম্ভাব্য দিন ঘোষণা করেছেন তিনি। আগামী ১২ জুন থেকে শুরু হতে পারে বেঙ্গল টি২০ লিগ। তবে ১২ জুন সম্ভাব্য তারিখ, এখনই নিশ্চিত নয়, সে কথাও তিনি জানিয়ে দিয়েছেন।
প্রতিযোগিতায় কোন কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে, কোন কোন ক্রিকেটার অংশ নেবেন ইত্যাদি এখনও প্রকাশ করা হয়নি। পুরুষদের দলে থাকবেন ১৭ জন করে। মহিলাদের দলে থাকবেন ১৬ জন করে ক্রিকেটার। পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে ইডেন গার্ডেন্স-এ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পস গ্রাউন্ডে হবে মহিলাদের ম্যাচ।