
বেঙ্গল সুপার লিগে এই প্রথম পয়েন্ট নষ্ট করল সুন্দরবন বেঙ্গল অটো এফসি (Bengal Super League)। এগিয়ে থেকে ও এবার আটকে গেল লিগের টপাররা। সূচি অনুসারে আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে এসেছিল মেহেতাব হোসেনের ছেলেরা।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল গৌতম ঘোষের নর্থ চব্বিশ পরগনা এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। এদিন সুন্দরবনের হয়ে গোল করেন আকিব নাওয়াব। অন্যদিকে, নর্থ চব্বিশ পরগনা দলের হয়ে গোল পান জোমোনসাঙ্গা।
Tata Punch Facelift আসছে! নতুন স্পাই শটে ফুটে উঠলো ফিচার্স
যদিও আজকের এই ড্রয়ের পরে ও বদলায়নি দলের অবস্থান। বর্তমানে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকল সুন্দরবন ফুটবল দল। অন্যদিকে, ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকল নর্থ ২৪ পরগনা ফুটবল ক্লাব। এদিন প্রথমার্ধে একে অপরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলে ও গোলের দেখা মেলেনি। আসলে দুই দলের ফুটবলারদের একের পর এক সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল তাঁদের।
প্রথমার্ধ গোলশূন্য ফলাফলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে দিয়েছিল সুন্দরবন। তারপর ৪৭ মিনিটের মাথায় চলে আসে বহু কাঙ্ক্ষিত গোল। অনবদ্য গোল করে দলকে এগিয়ে দেন ১৮ নম্বর জার্সিধারী ফুটবলার আকিব নাওয়াব।
তারপর থেকেই পাল্টা আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল নর্থ চব্বিশ পরগনার ফুটবলারদের। কিন্তু গোলের মুখ খোলা সহজ ছিল না। ৫৩ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন লালরিমপুইয়া। পরের মিনিটেই কুন্তলের অ্যাসিস্ট থেকে গোলের সুযোগ পেয়েছিলেন তন্ময়। কিন্তু সেটা ও কার্যকরী হয়নি। তারপর ৬০ মিনিটের কাছাকাছি সময় নিভে যায় মাঠের আলো।
স্বাভাবিকভাবেই খেলা বন্ধ থাকে বেশকিছুক্ষণ। তারপর একসঙ্গে তিনজন ফুটবলার বদল করে নর্থ চব্বিশ পরগনা। তারপর শেষ লগ্নে আসে সেই সমতাসূচক গোল। দলকে সমতায় ফিরিয়ে আনেন জোমোন সাঙ্গা। পরবর্তীতে অতিরিক্ত সময়ের দিকে ও গোলের সুযোগ এসেছিল উভয় দলের কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।










