বেঙ্গল সুপার লিগে নজর কেড়ে আইলিগের পথে বাংলার সাহিল

bengal-super-league-sahil-harijan-i-league-transfer-update

বর্তমানে জোর কদমে চলছে বেঙ্গল সুপার লিগ। যেখানে প্রথম থেকেই যথেষ্ট দাপট দেখিয়ে আসছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি থেকে শুরু করে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স সহ নর্থ বেঙ্গল উত্তর ২৪ পরগনার মতো দলগুলি। তবে খুব একটা পিছিয়ে নেই বর্ধমান ব্লাস্টার্সের মতো দল। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলারদের পাশাপাশি পাল্লা দিয়ে লড়াই করে বারংবার সকলের নজর কাড়ছেন বাংলার ফুটবলাররা। যার ফলস্বরূপ এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সবার উপরে রয়েছে রবি হাঁসদার নাম।

এখনও পর্যন্ত তিনি করেছেন মোট পাঁচটি গোল‌। বর্তমানে জেএইচ আর রয়্যাল সিটি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন তিনি। এছাড়াও এই তালিকার রয়েছেন আকিব নাওয়াবদের মতো খেলোয়াড়রা। বিদেশি ফুটবলাররা থাকলেও এই টুর্নামেন্ট থেকে বাঙালি ফুটবলারদের সকলের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়াই অন্যতম লক্ষ্য। সেক্ষেত্রে বাকিদের মতো প্রথম থেকেই যথেষ্ট নজর কাড়ছেন সাহিল হরিজন (Sahil Harijan)। বর্তমানে হোসে রামিরেজ ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। গত নর্থ চব্বিশ পরগনা ম্যাচে দলের হয়ে প্রথম গোল তুলে এনেছিলেন সাহিল।

   

এছাড়াও পরবর্তীতে গোল করার পাশাপাশি করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভূমিপুত্রের। এবার তাঁকে নিয়েই উঠে আসছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি আইলিগের এক ক্লাবে যোগদান করতে চলেছেন সাহিল হরিজন। সেক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির নাম। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তাঁর যোগদানের বিষয়টি। মনে করা হচ্ছে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাংলার এই ফুটবল দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন