কলকাতার ফুটবলপ্রেমীরা আবার এক নতুন লিগ দেখবেন এই মরশুমে। আগামি ২২ অগস্ট থেকে শুরু হচ্ছে বাংলা সকার (Bengal Soccer) ফুটবল লিগ। আয়োজক কলকাতারই এক বেসরকারি সংস্থা। লিগটি হবে ফাইভ-এ-সাইড ফর্ম্যাটে। এই লিগের প্রচারের কাজে যুক্ত হয়েছেন ভাইচুং ভুটিয়া এবং টলিউড তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
লিগটি শেষ হবে সেপ্টেম্বরে। প্রথমপর্বে রাজ্যের প্রত্যেকটি জেলা ৩২০টি দলকে নিয়ে ২০টি আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই করা হবে ২০টি দল আর ওয়াইল্ড কার্ড এন্ট্রির ভিত্তিতে ১২টি চূড়ান্ত পর্বে খেলবে। তারপর চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইনাল রাউন্ডে ৩২টি দল খেলবে। প্রত্যেকটি দলে আট জন করে ফুটবলার থাকবে।
জানা গিয়েছে ফাইনালের দিন উপস্থিত থাকবেন দুজনেই, প্রসেনজিৎ আর ভাইচুং। আয়োজকরা টুর্নামেন্টের সেরা ফুটবলার আর সর্বোচ্চ গোলদাতার জন্য আকর্ষণীয় উপহার রেখেছেন। দুজনকেই কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়ার টিকিট দেওয়া হবে।