সন্তোষ ট্রফিতে কাদের সঙ্গে লড়াই করবে বাংলা?

কয়েক মাসের অপেক্ষা। তারপরেই শুরু হবে সন্তোষ ট্রফির (Santosh Trophy 2024) নতুন মরসুম। শেষ সিজনে বাংলা দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নয়া সিজনে সাফল্য পেতে মরিয়া সকলে। সেই মর্মেই গত কয়েকদিন আগে বাংলা দলের জন্য নতুন কোচ নিয়োগ করল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। দায়িত্বে এসেছেন প্রাক্তন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন। তাঁর তত্ত্বাবধানে নতুন সিজনে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে বাংলার ফুটবলারদের। কিন্তু কাদের সঙ্গে গ্ৰুপ পর্বের ম্যাচ খেলবে দল?

   

গত বুধবার সামনে এসেছে এই টুর্নামেন্টের গ্ৰুপ বিন্যাস। সেই অনুযায়ী এবার গ্ৰুপ ‘সি’ তে রয়েছে সঞ্জয় সেনের দল। তাঁদের সাথেই এবার রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে গ্ৰুপ পর্বের ম্যাচ গুলি। তারপর আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মূল পর্বের ম্যাচ গুলি। যেটি আয়োজিত হবে হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

প্রায় ৫৮ বছরের অপেক্ষার পর নিজামের শহরে ফের আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট। সেখানে‌ সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য বাংলা দলের। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৩২ বার সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা। এক কথায় যা বিরাট বড় রেকর্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে দলের তথৈবচ পারফরম্যান্স কার্যত হতাশ করেছে সকলকে। এই পরিস্থিতিতে সঞ্জয় সেনের উপরেই ভরসা রেখেছে আইএফএ।

গত বছর মূলপর্বে যোগ্যতা অর্জন করা সম্ভব না‌ হলেও এবার এই বাঙালি কোচের হাত ধরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলার ফুটবল দল। তা আদৌও কতটা সম্ভব হয় এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন