গত কয়েকদিন আগেই পাঞ্জাব থেকে পাঞ্জাবে নিজেদের সন্তোষ ট্রফির (Santosh Trophy) যোগ্যতা অর্জন পর্বের যাত্রা শুরু করেছিল বাংলার দল। যেখানে প্রথম ম্যাচে ওডিশা দলের মুখোমুখি হতে হয়েছিল শঙ্করদের। প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচেই আটকে যেতে হয় রঞ্জন চৌধুরীর ছেলেদের।
নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে সেই ম্যাচ শেষ করে বাংলা ফুটবল দল। ফুটবলারদের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও তা গোলে রূপান্তর করা সম্ভব হয়নি কারুর পক্ষে। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় সকলকে। তবে আজকের ম্যাচ জিতে নিজেদের পুরোনো ট্র্যাকে ফিরতে মরিয়া সকলে।
নির্ধারিত সূচী অনুসারে, আজ বিকেলে হরিয়ানার বিপক্ষে নিজেদের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলা দল। গত দিল্লি ম্যাচ ড্র করতে হলেও আজ জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলা দলের কোচ রঞ্জন চৌধুরী। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে হরিয়ানা। আজকের ম্যাচে প্রতিপক্ষ দলকে চাপে রাখাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের। সেইমতো নিজেদের একাদশ সাজাবে হরিয়ানা।
অন্যদিকে, কার্ড সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে বাংলা দলের কোচ রঞ্জন চৌধুরীকে।প্রথম ম্যাচে লাল কার্ড দেখার দরুণ বিজয় মুর্মু দ্বিতীয় ম্যাচে না থাকলেও আজ খেলতে পারেন তিনি। তবে চিন্তা বাড়াচ্ছে প্রথম একাদশের সাতজন ফুটবলারের হলুদ কার্ড। বর্তমানে যা পরিস্থিতি তাদের কেউ একটি কার্ড দেখলেই খেলতে পারবেন না পরের ম্যাচ। তাই আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী রঞ্জন চৌধুরী।