Santosh trophy: দমন দিউয়ের পর এবার মধ্যপ্রদেশ, সন্তোষ ট্রফিতে ফের পাঁচ গোল বাংলার

সন্তোষ ট্রফিতে (Santosh trophy ) পরপর তিন ম্যাচ জিতে চতুর্থ গ্রুপে শীর্ষে বাংলা। গ্রুপের সব ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই মূলপর্বে যেতে চায় বাংলা। তৃতীয় ম্যাচে বাংলা প্রতিপক্ষ মধ্যপ্রদেশকে হারাল ৫-‌০ গোলে।

Sanjoy Sen and Bengal Football Team Santosh trophy

গোল করলেন রবি হাঁসদা ২, নরহরি করলেন ২ গোল, তোতন দাস করলেন ১ গোল। এবং তার সঙ্গে ক্লিন শিটও বজায় রাখল বিশ্বজিৎ ভট্টাচার্যর দল।

Advertisements

সন্তোষ ট্রফিতে (Santosh trophy) পরপর তিন ম্যাচ জিতে চতুর্থ গ্রুপে শীর্ষে বাংলা। গ্রুপের সব ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই মূলপর্বে যেতে চায় বাংলা। তৃতীয় ম্যাচে বাংলা প্রতিপক্ষ মধ্যপ্রদেশকে হারাল ৫-‌০ গোলে। ছত্রপতি শাহু স্টেডিয়ামে দাপটে জিতেছে বাংলা দল।

   

গোল করেন রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা দুটি করে গোল করেন। একটি গোল করেন টোটন দাস। আগের ম্যাচে দমন ও দিউয়ের বিরুদ্ধে দলের অধিনায়ক তথা প্রধান স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন। অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সন্তোষের মূলপর্বে পা রাখতে চায় বিশ্বজিৎ ভট্টাচার্যর দল।

Advertisements

পরপর তিন ম‍্যাচে জিতে জয়ের হ‍্যাটট্রিক করল বাংলা। মহারাষ্ট্রের কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে তৃতীয় ম‍্যাচের ম‍্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। পরে ২৪ ও ৪৫ মিনিটে দুটি গোল করেন বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। ৫৩ মিনিটে গোল করেন তোতন দাস। ৬২ মিনিটে ফের গোল করেন রবি। ম‍্যাচে হলুদ কার্ড দেখেছেন রবি। ম‍্যাচের সেরা অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। এখনও দুটি ম‍্যাচ বাকি আছে। ১৩ জানুয়ারি ছত্তিশগড় ও ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের সঙ্গে বাংলাকে খেলবে।