প্রাক্তন অধিনায়কের ১৪৫, হরিয়ানার বিরুদ্ধে ৪১৯ রান করল মনোজরা

অভিজ্ঞ ৩৯ বছরের অনুষ্টুপ মজুমদার কেরিয়ারের শেষ পর্বে ব্যাট করছেন। দেখালেন বুড়ো হাড়েই ভেল্কি। লাহলির পিচে ব্যাট করে বাংলা ৪১৯ রান তুলল প্রথম ইনিংসে।

anushtup

অভিজ্ঞ ৩৯ বছরের অনুষ্টুপ মজুমদার কেরিয়ারের শেষ পর্বে ব্যাট করছেন। দেখালেন বুড়ো হাড়েই ভেল্কি। লাহলির পিচে ব্যাট করে বাংলা ৪১৯ রান তুলল প্রথম ইনিংসে।

হরিয়ানার রহতাকের মাঠ বিখ্যাত সবুজ পিচের জন্য অনেকটা অস্ট্রেলিয়ার পিচের মতোই। পেসারদের দাপট থাকে। ব্যাটাররা ব্যাট করেন অস্ট্রেলিয়ার পিচে খেলার ঢঙে। প্রথম দিন টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রান তুলেছিল বাংলা।

   

দ্বিতীয় দিনে হাতে থাকা ৪ উইকেট নিয়ে ৮৪ রান করেন অনুষ্টুপরা। বাংলার প্রাক্তন অধিনায়কের ১৪৫ রান। তরুণ স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ৩৭ রান। তিনটি ছক্কায় ১৮ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন আকাশ দীপ।

Advertisements

১৭ রান করেন মুকেশ কুমার। ঈশান পোড়েল ১৪ রানে অপরাজিত। ঈশান, মুকেশ এবং আকাশের দায়িত্ব বাংলাকে প্রথম ইনিংসে লিড এনে দেওয়া। রয়েছেন স্পিনার প্রদীপ্ত ও করণ লালরা। হরিয়ানার হিমাংশু রানা, নিশান্ত সিন্ধুরা লড়বেন।

আকাশদীপের হাড় কাঁপানো বোলিং আক্রমণে শিকার যুবরাজ সিং, অঙ্কিত কুমার, চৈতন্য বিষ্ণোই এবং নিশান্ত সিধু। বাংলার ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে হরিয়ানার রান ৬৯।