ISL : বড় প্রস্তাব পেয়ে আইএসএলে তরুণ বঙ্গ তনয়

বাংলা (Bengal) দলের একাধিক ফুটবলার নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আসন্ন মরশুমে একাধিক বঙ্গ তনয়কে হয়তো মাঠে দেখা যেতে পারে। সজল বাগ (Sajal…

ISL : বড় প্রস্তাব পেয়ে আইএসএলে তরুণ বঙ্গ তনয়

বাংলা (Bengal) দলের একাধিক ফুটবলার নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আসন্ন মরশুমে একাধিক বঙ্গ তনয়কে হয়তো মাঠে দেখা যেতে পারে। সজল বাগ (Sajal Bag) অন্যতম।

দলবদলের বাজারে খবর, ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাবে যোগ দিতে চলেছেন বাংলার সজল বাগ। ভারতীয় ফুটবলের নামকরা এক ক্লাবের সঙ্গে তাঁর কথাবার্তা পাকা হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।

ফুটবল প্রেমীদের মধ্যে প্রশ্ন, সজল বাংলার কোনও ক্লাবে কি যোগ দিচ্ছেন? এর উত্তর হয়তো ‘ না ‘। সজল বাগ ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে যোগ দিলেও হয়তো এ রাজ্যের কোনো ক্লাবে তিনি সই করেছেন না। সন্তোষ ট্রফি থেকে ফুটবলার সই করানোর জন্য মুখিয়ে ভারতের বহু ক্লাব।

Advertisements

সন্তোষ ট্রফি ফাইনালে পেনাল্টি মিস করলেও সজলের খেলা ছিল ধারাবাহিক। মোহনবাগানের যুব দল থেকে উঠে আসা এই তরুণ মূলত মাঝমাঠের ফুটবলার। খেলা তৈরি করার ক্ষেত্রে দক্ষতা রয়েছে।