প্রো টি২০ লিগে বাংলা ক্রিকেটের অভিভাবককে শ্রদ্ধাঞ্জলি

Bengal Pro T20 League teams pay tribute to Indian Cricket Team Former cricketer Dilip Doshi

মঙ্গলবার এক আবেগঘন পরিবেশের সাক্ষী থাকল বেঙ্গল প্রো টি২০ লিগ (Bengal Pro T20 League)। সদ্যপ্রয়াত প্রাক্তন ভারতীয় ও বাংলার বামহাতি স্পিনার দিলীপ দোশির (Dilip Doshi) স্মৃতিতে শ্রদ্ধা জানালেন লিগের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা। সোমবার ৭৭ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি স্পিনার।

ইডেন গার্ডেন্স এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস সঙ্গে ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ড তিনটি মাঠেই এদিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানান সব খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং উপস্থিত দর্শকরাও। খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরেই মাঠে নামেন, দিলীপ দোশির প্রতি শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে।

   

দিলীপ দোশি ১৯৭৯ থেকে ১৯৮৩ পর্যন্ত ভারতের হয়ে ৩৩টি টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন। টেস্টে ১১৪ উইকেট এবং ওয়ানডে-তে ২২ উইকেট নেওয়া এই স্পিনার ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম সফল বামহাতি চায়নাম্যান বোলার। তাঁর বল করার ধরণ ছিল শৈল্পিক। নিখুঁত লাইন-লেন্থে প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করতেন তিনি।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে দোশির রেকর্ড আরও অনন্য। ২৩৮ ম্যাচে ৮৯৮ উইকেট, এই কৃতিত্ব তাঁকে ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে বিশেষ মর্যাদায় স্থান দিয়েছে। বাংলার হয়ে খেলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন নির্ভরযোগ্য বোলার হিসেবে।

ক্রিকেট মাঠে দিলীপ দোশির অবদান শুধু পরিসংখ্যানেই নয়, তরুণ ক্রিকেটারদের কাছে এক প্রেরণার উৎস। বাংলার ক্রিকেট মহলে আজও তাঁর নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও গর্ব নিয়ে।

বেঙ্গল প্রো টি২০ লিগে অংশ নেওয়া প্রতিটি দলের তরফে এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে যেন উঠে এল দিলীপ দোশির প্রতি গোটা বাংলার ক্রিকেট পরিবারের ভালোবাসা ও কৃতজ্ঞতা। ক্রিকেট ছেড়ে দিলেও, যাঁরা মাঠে বল হাতে জাদু দেখিয়েছেন, তাঁরা স্মৃতির পাতায় চির অম্লান। দিলীপ দোশিও তেমনই একজন, যাঁর অবদান ভবিষ্যতের প্রজন্মকে পথ দেখিয়ে যাবে।

Bengal Pro T20 League teams pay tribute to Indian Cricket Team Former cricketer Dilip Doshi

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleঅসমের কৃষি উন্নয়নে এবার আরব শরণে হিমন্ত
Next articleঘাটালে জলযন্ত্রণা জারি, মাস্টার প্ল্যান থমকে, রাজনৈতিক চাপানউতোর শুরু
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।