টেবল টেনিসে সোনার পদক জয় বাংলার মেয়ের

অনূর্ধ্ব-১৭ টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নে (Table Tennis U-17 National Championship) সোনার পদক জয় বঙ্গ তনয়ার। এবছর গোয়ায় আসর বসেছিল অনূর্ধ্ব-১৭ টেবল টেনিসের। এই প্রতিযোগিতার ফাইনালে…

Table Tennis U-17 National Championship Final

short-samachar

অনূর্ধ্ব-১৭ টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নে (Table Tennis U-17 National Championship) সোনার পদক জয় বঙ্গ তনয়ার। এবছর গোয়ায় আসর বসেছিল অনূর্ধ্ব-১৭ টেবল টেনিসের। এই প্রতিযোগিতার ফাইনালে জোড়া পদক নিশ্চিত করল বাংলার প্রতিযোগীরা। নন্দিনী সাহাকে ৩-১ হারিয়ে সোনার পদক জিতেছেন সিন্ড্রেলা দাস। একইসঙ্গে জোড়া পদক জিতে ঘুরে তুলল বাংলা।

   

অনূর্ধ্ব-১৭ টেবল টেনিস ট্রুনামেন্টের নন্দিনী সাহা বনাম সিন্ড্রেলার ম্যাচের। প্রথম রাউন্ডে ৬-১১ পয়েন্টে হারে সিন্ড্রেলা। দ্বিতীয় রাউন্ডেই ১১-৬ পয়েন্টে জিতে ম্যাচের সমতা ফেরান সিন্ড্রেলা। পরবর্তীতে পর পর দুটি রাউন্ডে জিতে পদক নিশ্চিত করার পাশাপাশি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন বাংলার এই কন্যা।

এই টুর্নামেন্টের সেমিফাইনালে সিন্ড্রেলা ও নন্দিনী দু’জনই মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের প্রতিযোগীর বিরুদ্ধে। সেখানে মহারাষ্ট্রের দুই প্রতিযোগীকে হারানোর পরই জোড়া পদক নিশ্চিত করে নিয়েছিল বাংলার দুই প্রতিযোগী। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার আগে দাম্মামে প্রতিযোগিতা ছিল সিন্ড্রেলার। সেখানে দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন।