মাঠ বদলের পর এবার ঘূর্ণিঝড় ‘দানা’ কে নিয়ে আশংকায় বাংলা ব্রিগেড

গতবছর রঞ্জিতে সেভাবে সাফল্যের মুখ দেখেননি বাংলা ক্রিকেট দল। এছাড়াও বেশ কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নেওয়ায় এবছরের রঞ্জির শুরু থেকেই বিপাকে রয়েছে অনুসতূপ এন্ড কোম্পানি।…

গতবছর রঞ্জিতে সেভাবে সাফল্যের মুখ দেখেননি বাংলা ক্রিকেট দল। এছাড়াও বেশ কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নেওয়ায় এবছরের রঞ্জির শুরু থেকেই বিপাকে রয়েছে অনুসতূপ এন্ড কোম্পানি। অন্যদিকে জুনিয়র প্রতিভাবান খেলোয়াড়দেরও আসন্ন অস্ট্রেলিয় সফরের কারণে পাচ্ছে না বেঙ্গল ক্রিকেট দল। এবার এসব সমস্যার মধ্যেই আরেকটি ভিন্ন সমস্যায় জর্জরিত হল লক্ষ্মীরতন শুক্লা এন্ড কোম্পানি। বিহার ম্যাচের পর আসন্ন ম্যাচেও ইডেনে খেলতে পারবেন না অনুসতূপ -ঈশান পোড়েলরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাংলাকে খেলতে হবে সল্টলেকের যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে ( Ranji Trophy Bengal vs Kerala)।

আগামী ২৬ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে কেরলের বিপক্ষে মাঠে নামছে বেঙ্গল ক্রিকেট দল। যদিও ম্যাচটি কল্যাণীর মাঠে হওয়ার কথা ছিল, খারাপ মাঠের কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে সল্টলেকের যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে। এছাড়াও ফ্লাডলাইটের অভাবও লক্ষ্য করা গেছে কল্যাণীতে। উল্লেখ্য যে, কল্যাণীর মাঠে খেলে বিহারের মতো তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ৭ পয়েন্ট হারায় বাংলা।

   

সল্টলেকের মাঠে পাটা পিচ হওয়ায় সেখানে ম্যাচের নির্ণায়ক কোনও ফলাফল বেরোনোর সম্ভাবনা কম, যা দেখে প্রথমে এই মাঠে খেলতে রাজি হননি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার টিম। তবে অনীহা সত্ত্বেও অবশেষে সল্টলেকের গ্রাউন্ডকেই বেছে নিতে বাধ্য হয়েছে দলটি।

বাতিল রাহুল ? ভারতীয় তারকাকে নিয়ে ‘বিস্ফোরক’ গম্ভীর

এই ম্যাচে দলের অন্যতম সেরা তিন খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পোড়েল ভারত ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন। তাদের জায়গায় উইকেটকিপার সাকির হাবিব গান্ধী ও পেসার ইশান পোড়েল দলে ফিরেছেন। এছাড়াও বাংলার কিংবদন্তি তারকা পেসার মহম্মদ শামিরও এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।

বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই দলে এই ‘চমকপ্রদ’ পরিবর্তন আনছে বিসিসিআই

এদিকে, ২৪ অক্টোবর থেকে রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া খারাপ হলে, আগের ম্যাচের মতো এ ম্যাচেও ( Ranji Trophy Bengal vs Kerala) ফলাফল নিয়ে আশঙ্কা রয়েছে, যা নিয়ে চিন্তায় রয়েছে বাংলা দল। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলা।