আগামী ৬ জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের বিপক্ষে খেলতে নামবে ভারত। বলতে গেলে ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে চলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেজন্য, অন্যান্য বারের তুলনায় এবারের এই ম্যাচের টিকিট সংগ্রহ করার জন্য যথেষ্ট তোরজোড় রয়েছে সমর্থকদের মধ্যে।
তাছাড়া ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে ব্লু টাইগার্সদের। তাই নিজেদের সবটা উজাড় করে দিয়ে এই ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইছেন মহেশরা। পূর্বে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী এই দলকে পরাজিত করেছিল ভারত।
তবে শেষ ম্যাচে দুর্বল আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার দরুণ কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে ইগর স্টিমাচের ছেলেরা। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। পাশাপাশি ভারতের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ থাকায় তাকে বিশেষভাবে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে সকলের। এই প্রসঙ্গে ইগর স্টিমাচ বলেছিলেন, উনি ভালো মতোই জানেন কখন ঠিক কী করা দরকার। আমি শুধু চাইব আগামী ৬ই জুন ওনার পাশাপাশি দেশের সকল ফুটবলপ্রেমীদের জন্য দিনটি স্মরণীয় করে রাখা। উনি খেলতে খেলতেই কিংবদন্তী হয়ে উঠেছেন। উনি আমাদের সকলের কাছেই প্রবল অনুপ্রেরণার। দেশের জার্সিতে সব সময় নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন।
পাশাপাশি এই ম্যাচের পর সুনীল ছেত্রীকে বিশেষভাবে সম্মানিত করতে চায় বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, এই আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে সমস্ত কিছুই অনুমতি পাওয়ার উপর নির্ভর করছে। তা সম্ভব হলে ম্যাচের পর অধিনায়ক সুনীল ছেত্রীকে মাঠের চারদিক প্রদক্ষিণ করানোর পাশাপাশি ফুলের মধ্য দিয়ে বরন করা ছাড়াও আরো একাধিক ভাবনা রয়েছে।
তবে সর্বভারতীয় সংস্থার তরফ থেকে অনুমতি পাওয়ার পর তা জানানো সম্ভব হবে। পাশাপাশি টিকিট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বুকমাই শোয়ের সঙ্গে আলোচনা চলেছে। খুব শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রি শুরু করা হবে।