HomeSports Newsবাংলার ফুটবল কোচিংয়ে নতুন অধ্যায়, এলিট কোর্স সম্পূর্ণ করলেন সঞ্জয় সেন সঙ্গে...

বাংলার ফুটবল কোচিংয়ে নতুন অধ্যায়, এলিট কোর্স সম্পূর্ণ করলেন সঞ্জয় সেন সঙ্গে চার পরিচিত মুখ

- Advertisement -

বাংলার ফুটবলে (Bengal Football) কোচিং মানের উন্নতি ও আধুনিক ফুটবল দর্শনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পথ আরও মসৃণ হল এআইএফএফ এলিট কোচিং কোর্সের (AIFF Elite Course) মাধ্যমে। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মুম্বইয়ে আয়োজিত এই বিশেষ কোচিং কর্মসূচিতে দেশের ২৪ জন শীর্ষস্থানীয় কোচ অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ছিলেন বাংলার তিন অভিজ্ঞ কোচ সঞ্জয় সেন (Sanjoy Sen), শঙ্করলাল চক্রবর্তী ও বাস্তব রায়। তাঁদের সঙ্গে এই কোর্স সম্পূর্ণ করেছেন ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ কোচ হেড অফ ফুটবল থংবোই সিংটো (Thangboi Singto) এবং সহকারী কোচ বিনো জর্জ (Bino George)।

কোচিংয়ে আরও গভীরে বাংলার ত্রয়ী

   

বাংলার ফুটবলে কোচ হিসেবে সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী এবং বাস্তব রায় তিনজনেই সুপরিচিত নাম। তাঁদের কোচিং দক্ষতা বহুবার প্রমাণিত। সঞ্জয় সেনের অধীনে বাংলা গত মরসুমে সন্তোষ ট্রফি জিতেছে। এই সাফল্য একদিকে যেমন ফুটবলে বাংলার ঐতিহ্য বজায় রেখেছে, তেমনি সঞ্জয়ের কোচিং দক্ষতার প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। অন্যদিকে শঙ্করলাল বর্তমানে আইএসএলের দল পাঞ্জাব এফসি’র সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর পূর্ব অভিজ্ঞতা মোহনবাগান এবং অন্যান্য ক্লাবে উল্লেখযোগ্য। বাস্তব রায়ও গত সিজনে আইএসএলে চ্যাম্পিয়ন মোহনবাগানে সহকারী কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই তিনজনেরই আগে থেকেই এএফসি প্রো লাইসেন্স ছিল, তবে এলিট কোচিং কোর্স তাঁদের আধুনিক ফুটবলের চাহিদা ও পদ্ধতির সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিল।

ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্ব

এই কর্মসূচিতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুই প্রো লাইসেন্সধারী কোচ অংশগ্রহণ করেন। থংবোই সিংটো এবং বিনো জর্জ। সিংটো বর্তমানে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল হিসেবে কাজ করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, পাশাপাশি ক্লাব ফুটবলে আধুনিক ফুটবল কৌশলের প্রয়োগে তিনি অন্যতম নাম। বিনো জর্জ, যিনি ইস্টবেঙ্গলের সহকারী কোচ, আগে কেরালা ব্লাস্টার্সের কোচিং স্টাফেও যুক্ত ছিলেন। এই কোর্সে অংশ নেওয়ার জন্য তিনি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারেননি। তবে কোর্স শেষ করে রবিবার রাতে তাঁরা দু’জনেই কলকাতায় ফিরে আসেন।

সর্ব ভারতীয় ফুটবল সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা ও কোচ ডেভেলপমেন্ট প্রধান বিবেক নাগুলের তত্ত্বাবধানে এই কোর্স পরিচালিত হয়। মূল উদ্দেশ্য ছিল প্রো লাইসেন্সধারী বা ‘এ’ লাইসেন্সধারী কোচদের আধুনিক ফুটবলের কৌশল, অনুশীলন পদ্ধতি, প্লেয়ার ম্যানেজমেন্ট ও ম্যাচ বিশ্লেষণের ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনেকেই জাতীয় ও ক্লাব স্তরে অভিজ্ঞ কোচ।

এই ধরনের কোর্স শুধু কোচদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতেই সাহায্য করে না, বরং গোটা দেশের ফুটবল স্ট্রাকচার উন্নত করার পথ দেখায়। বাংলার কোচদের এই সফল অংশগ্রহণ ভবিষ্যতে রাজ্য তথা দেশের ফুটবলে নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

বাংলার ফুটবল ঐতিহ্য অনেক পুরনো। তবে আজকের দিনে আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন সঠিক কোচিং ও পরিকল্পনার। সঞ্জয়, শঙ্করলাল, বাস্তব, সিংটো ও বিনো — এই পাঁচজন কোচের এই কোর্সে অংশগ্রহণ ও সফলতা বাংলার ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে তাঁদের শিক্ষালব্ধ অভিজ্ঞতা বাংলার ফুটবলারদের পেশাদারিত্ব, পরিকাঠামো এবং প্রতিযোগিতায় টিকে থাকার মানসিকতায় বড় প্রভাব ফেলবে বলেই আশাবাদী গোটা ফুটবল মহল।

Bengal Football Coaches complete AIFF Elite Course Training

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular