প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের প্রথম শতরানটি করার জন্য হাইভোল্টেজ মঞ্চ বেছে নিয়েছিলেন সুদীপ ঘরামি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তবে অল্পের জন্য দ্বিতীয় দিন হাতছাড়া করলেন ডাবল সেঞ্চুরি করার সুযোগ। মাত্র ১৪ ধাপ আগে থামতে হল তাঁকে। ৩৮০ বলে ১৮৬ রানের ম্যারাথন ইনিংস খেলে সাজঘরে ফেরেন সুদীপ।
তবে প্রথম দিন তাঁর সঙ্গে অপরাজিত থাকা অনুষ্টুপ মজুমদার তিন অঙ্কের গণ্ডি টপকে গিয়েছেন। ১৯৪ বলে ১১৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন বাংলার এই অভিজ্ঞ তারকা। প্রথম দিনই আভাস পাওয়া গিয়েছিল বড় রান করতে চলেছে বঙ্গ ব্রিগেড। সেই মতো দ্বিতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের সামনে রানের পাহাড় গড়ে দিল অরুণ লালের দল। মঙ্গলবার দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে বাংলার স্কোর ৫৭৭।
অনুষ্টুপ এবং সুদীপ ফেরার পর মনোজ তিওয়ারি ও অভিষেক পোড়েলও রান পান ব্যাটে। ৬৮ রান করেন বাংলার তরুণ উইকেটরক্ষক ব্যাটার অভিষেক। আর ‘মন্ত্রীমশায়’ মনোজ অপরাজিত রয়েছেন ৫৪ রান করে। তাঁর সঙ্গে ক্রিজে আছেন শাহবাজ আহমেদ। ম্যাচের যা পরিস্থিতি তাতে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত বাংলার।