Shahbaz Ahmed: ভারতীয় দলে ডাক পেলেন বাংলার ক্রিকেটার

শিকে ছিঁড়ল বাংলার ক্রিকেটার সাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। আহত ওয়াশিংটন সুন্দরের জায়গায় জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার তরুন বাঁ-হাতি এই স্পিনার অলরাউন্ডার। ল্যাঙ্কাশায়ারের…

Shahbaz Ahmed

শিকে ছিঁড়ল বাংলার ক্রিকেটার সাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। আহত ওয়াশিংটন সুন্দরের জায়গায় জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার তরুন বাঁ-হাতি এই স্পিনার অলরাউন্ডার। ল্যাঙ্কাশায়ারের হয়ে রয়্যাল লণ্ডন কাপ খেলার সময়ে ওয়াশিংটন সুন্দর বা কাঁধে চোট পান।প্রসঙ্গত, ১৮ থেকে ২২ অগাস্ট হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত, জিম্বাবোয়ের বিরুদ্ধে।

২৭ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার সাহবাজের জন্য এটাই প্রথম জাতীয় দলে ডাক। এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সংক্ষিপ্ত কেরিয়ারে সাহবাজ একজন বাঁ-হাতি স্পিনার হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে আইপিএলে নজর কেড়েছন।

প্রথম-শ্রেণীর ক্রিকেটে সাহবাজের ১৮ ম্যাচে ব্যাটিং গড় ৪১.৬৪ এবং বোলিং গড় ১৯.৪৭, যেখানে লিস্ট ‘এ’ ক্রিকেটে সংশ্লিষ্ট ব্যাটিং গড় ৪৭.২৮ বোলিং গড় এবং ৩৯.২০।সাহবাজ বাংলার হয়ে অভিষেকের দুই বছর পর আইপিএলে ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি চাপিয়েছিলেন এবং এখনও পর্যন্ত ২৯ ম্যাচে ১৮.৬০ গড়ে এবং ১১৮.৭২ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছেন, পাশাপাশি ৩৬.৩১ গড়ে ১৩ উইকেট নিয়েছেন এবং ইকোনমি রেট ৮.৫৮।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই’র এক কর্তাকে উদ্ধৃত করে পিটিআই সূত্রে খবর, ওয়াশিংটনকে “ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) রিহ্যাবিলিটেশন যেতে হবে”।

ওয়াশিংটনের পরিকল্পনা ছিল জিম্বাবোয়ে যাওয়ার আগে ১৪ আগস্ট হ্যাম্পশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন কাপ ম্যাচ খেলা। ভারতীয় দলের বাকিরা ১৩ আগস্ট জিম্বাবোয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

Advertisements

২২ বছর বয়সী অফস্পিন-বোলিং অলরাউন্ডার ওয়াশিংটনের ক্রিকেট কেরিয়ারে চোট বারে বারে থাবা বসিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে, হ্যামস্ট্রিং’র চোটের কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর আইপিএলের সময়ও ওয়াশিংটন সুন্দর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ছিলেন এবং বল হাতে ওয়েবিংয়ে দুবার চোট পান ফলে মাত্র ৯ ম্যাচ খেলেছিলেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য যে, ভারতের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে কেএল রাহুল নেতৃত্ব দিতে চলেছেন এবং এশিয়া কাপের আগে বিরতি নিচ্ছেন রাহুল দ্রাবিড়। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার হেডকোচের দায়িত্ব পালন করবেন জিম্বাবোয়ে সফরে।