Ranjan Chowdhury: সন্তোষ ট্রফি খেলতে যাওয়ার আগে সমস্যার কথা জানালেন বাংলার কোচ

শুক্রবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) জন্য দল ঘোষণা করেছে বাংলা। আজ শনিবার টুর্নামেন্ট খেলার জন্য পাঞ্জাব রওনা দিচ্ছে বাংলা ব্রিগেড। বিশ্বজিৎ ভট্টাচার্যকে সরিয়ে কোচ করা…

Ranjan Chowdhury

short-samachar

শুক্রবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) জন্য দল ঘোষণা করেছে বাংলা। আজ শনিবার টুর্নামেন্ট খেলার জন্য পাঞ্জাব রওনা দিচ্ছে বাংলা ব্রিগেড। বিশ্বজিৎ ভট্টাচার্যকে সরিয়ে কোচ করা হয়েছে রঞ্জন চৌধুরীকে (Ranjan Chowdhury)। সন্তোষ ট্রফির জন্য বাংলার স্কোয়াড এবার যথেষ্ট আশাব্যঞ্জক। তবে অন্য একটা বিষয় ভাবাচ্ছে কোচ রঞ্জন চৌধুরীকে।

   

কোচ রঞ্জন চৌধুরীর ভাবনায় পাঞ্জাবের তাপমাত্রা। বাংলার দুটি ম্যাচ সকালে পড়েছে। সে জন্য ভোরের দিকে উঠতে হবে খেলোয়াড়দের। ভোরের দিকে পাঞ্জাবের তাপমাত্রা এখন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের থেকে নীচে রয়েছে। কলকাতার সঙ্গে তাপমাত্রার পার্থক্য অনেকটা রয়েছে। তবুও ছেলেদের তৈরি করার চেষ্টা করেছেন কোচ।

“আমাদের পর দুটো ম্যাচ আটটার সময় রয়েছে। ছেলেদের কলকাতায় ভোরের দিকে প্র্যাকটিস করিয়েছি। কিন্তু পার্থক্য গড়ে দিচ্ছে ওখানকার তাপমাত্রা। আমাদের এখানে সকালে ৩০-৩২ ডিগ্রি তাপমত্রা আর পাঞ্জাব সকালের দিকে থাকছে ১৭-১৮ ডিগ্রি। বেলার দিকে আবার ৩০, তাপমাত্রা একটা খুব পার্থক্য গড়ে দিচ্ছে”, বলেছেন বাংলা দলের কোচ।

“আমাদের এখানে ছেলেরা সকালের ওই সময় প্র্যাকটিস করতে আসে, কেউ ফুটবল ম্যাচ খেলে না। আমাদের ম্যাচ খেলতে হবে। তার ওপর প্রতিপক্ষ দলগুলো অচেনা। গতবারের তুলনায় প্রতিপক্ষ অনেক বদলে গিয়েছে। আরও একদিন আগে দল নিয়ে পাঞ্জাব যেতে চেয়েছিলাম। যাইহোক, সেটা হয়ে ওঠেনি।”