ISL : বাংলার এই ফুটবলারকে সই করিয়ে চমক দিল চেন্নাই

ইস্টবেঙ্গল ক্লাব যোগ দিলেন না বাংলার তারকা ফুটবলার। আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তাঁকে দেখা যাবে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের (Chennaiyin FC) জার্সিতে। শনিবার দক্ষিণ…

short-samachar

ইস্টবেঙ্গল ক্লাব যোগ দিলেন না বাংলার তারকা ফুটবলার। আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তাঁকে দেখা যাবে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের (Chennaiyin FC) জার্সিতে। শনিবার দক্ষিণ ভারতীয় ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে ঘোষণা।

   

চেন্নাইয়ান ফুটবল ক্লাবে যোগ দিলেন মনোতোষ চাকলাদার। এবারের বাংলার সন্তোষ ট্রফি দলের অধিনায়ক ছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে খেলেছিলেন ধারাবাহিকভাবে। দল গোছানোর বাজারে তাঁকে দিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বাংলার এই ফুটবলার যোগ দিলেন চেন্নাইয়ের ক্লাবে। 

মনোতোষকে নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল। ফুটবল মহলের একাংশ ভেবেছিলেন তিনি লাল হলুদ জার্সি পড়তে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়াতে না ছড়াতেই বইতে শুরু করেছিল উল্টো হওয়া। বিপরীত মত ছিল, চাকলাদার লাল হলুদ ক্লাবের প্রস্তাবে রাজি হননি।

ইস্টবেঙ্গলের তরফে মনোতোষ’কে প্রথমে কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আইএসএলে খেলার সম্ভাবনা আছে ভেবে আপাতত সেই প্রস্তাবে মনোতোষ রাজি হননি বলেই জানানো হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ খেলার নিশ্চয়তা হয়তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।