পুরনো ছন্দে রবি-সায়নরা, জয় দিয়েই সন্তোষ ট্রফি শুরু করল বাংলা

গত সিজনে ঠিক যেখানেই শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করেছে বাংলা দল (Santosh Trophy 2025-26 )। আগেরবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রবি হাঁসদার একমাত্র গোলে…

Santosh Trophy 2025-26 West Bengal begin Final Round with a big win

গত সিজনে ঠিক যেখানেই শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করেছে বাংলা দল (Santosh Trophy 2025-26 )। আগেরবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রবি হাঁসদার একমাত্র গোলে খেতাব নিশ্চিত করেছিল সঞ্জয় সেনের ছেলেরা। স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছিল বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে। এই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ছিল বাংলার ছেলেদের। সেই মতো আজ দুপুরে আসামের বুকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল বাংলা দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল নাগাল্যান্ড। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সঞ্জয় সেনের ছেলেরা।

Advertisements

দলের হয়ে গোল করেন যথাক্রমে রবি হাঁসদা, সায়ন বন্দোপাধ্যায়, আকাশ হেমরাম, এবং আকিব নাওয়াব। ম্যাচের দুই মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল হেড করে গোলে ঠেলে দেন রবি। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলা। ম্যাচের শুরুতেই অগ্ৰগমন নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ায় সকলের। তারপর বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খুলতে পারেনি নাগাল্যান্ড‌। ৩২ মিনিটের মাথায় দুর্দান্ত ক্রস থেকে উঠে আসা বল হেড করে নিখুঁত ভাবে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন সায়ন। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গতবারের বিজয়ীরা।

   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান কমাতে তৎপর ছিল নাগাল্যান্ড কিন্তু বাংলার রক্ষণভাগ ভেদ করে গোল তুলে আনা সম্ভব হয়নি। বরং দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় দল। ৪৯ মিনিটের মাথায় গোল পান আকাশ। মাঝে ৬৪ মিনিটের মাথায় প্রতিপক্ষ দল একবার বল গোলে ঠেলে দিলেও সেটি বাতিল হয়ে যায়। তারপর ৯০ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে গোল মুখি শট নেন আকিব। যার কোনও জবাব ছিল না নাগাল্যান্ডের গোলরক্ষকের কাছে।

এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল খেলোয়াড়দের। আগামী কয়েকদিন পরেই দ্বিতীয় ম্যাচে নামছে বাংলার ছেলেরা। সেখানেও এই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে প্রত্যেকের।

Advertisements