HomeSports Newsচ্যাম্পিয়ন! শতবার্ষিকী ক্লাবের নতুন জার্সি উন্মোচন

চ্যাম্পিয়ন! শতবার্ষিকী ক্লাবের নতুন জার্সি উন্মোচন

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি: নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে শতবার্ষিকী ক্লাব। পঞ্চম ডিভিশনের বি গ্ৰুপে চ্যাম্পিয়ন হয়েছে বেলেঘাটা বালক বৃন্দ ক্লাব (১৯২৪)। শুক্রবার বিকেলে ক্লাবের জার্সি উন্মোচন হয়েছে কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে।

কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বসেছিল চাঁদের হাট। দীপেন্দু বিশ্বাস, সুব্রত ভট্টাচার্য (জুনিয়র), ষষ্ঠী দুলে, রঞ্জন দে-রা উপস্থিত ছিলেন। তবে মধ্যমণি কিংবদন্তি সৈয়দ নৈমুদ্দিন। তাঁকে ধরে অবর্তিত হয়েছে এদিনের অনুষ্ঠান।

   

সাংবাদিক সম্মেলনে বসার আগে লনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন নৈমুদ্দিন। ক্লাবের উঠতি ফুটবলারদের দিলেন ফুটবলার হয়ে ওঠার পাঠ। কোচিং কেরিয়ারে তিনি বরাবর ছিলেন শৃঙ্খলা পরায়ণ। এদিনও তাঁর বক্তব্যে বারবার উঠে এল সেই ডিসিপ্লিনের কথা।

কলকাতা ফুটবল লিগে আগেও খেলেছে বেলেঘাটা বালক বৃন্দ ক্লাব। পরে হয় অবনমন। তৃতীয় ডিভিশন পর্যন্ত উঠেছিল ক্লাব। এরপর আর্থিক সমস্যার কারণে ভাল দল গঠন করা সম্ভব হয়নি। পঞ্চম ডিভিশনের বি গ্রপে চ্যাম্পিয়ন হয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু করেছে বেলেঘাটা বালক বৃন্দ। এবার এ গ্ৰুপে নিজেদের প্রমাণ করার পালা। তার আগে জার্সি উন্মোচন। ক্লাব গাঁটছড়া বেঁধেছে সোনারপুরের ডায়নামিক ইয়ুথ ডেভেলপমেন্ট একাডেমীর সঙ্গে। বাংলার ফুটবলের অন্যতম সাপ্লাই লাইন বলা হয় এই একাডেমীকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular