Bektur Amangeldiev: কিরঘিজস্তানের মিডফিল্ডার নিয়ে চমক দিল রাজস্থান ইউনাইটেড

Bektur Amangeldiev,Rajasthan United ,surprised ,midfielder, Kyrgyzstan

Bektur Amangeldiev- কে দলে নিয়ে চমক দিলো রাজস্থান ইউনাইটেড। সূত্রের খবর অনুযায়ী তিনি এক বছরের চুক্তিতে এই ক্লাবে যোগ দিলেন। সামনে ডুরান্ড কাপ,তাই এইমুহুর্তে দলগঠনে বিশেষ নজর দিচ্ছে রাজস্থান ইউনাইটেড।এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করবে Bektur।

কিরঘিজস্তানের এই ডিফেন্সিভ মিডফিল্ডার D-Manas Bishkek – এ নিজের কেরিয়ার শুরু করেন,সেখানে ২ বছর খেলার পর তিনি যোগদেন Abdysh-Ata II ক্লাবে।এরপর ২০১৯ সালে Kaganat – এ। ২০২২ সালে জানুয়ারি মাসে Dordoi Bishkek – এ খেলেছিলেন তিনি।

   

দলের মিডফিল্ড’কে শক্তিশালী করতে এই ফুটবলার’কে নিয়েছে রাজস্থান।এখনও অবধি মোট ৩৭ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি।এরমধ্যে ২ টো গোল’ও করেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন