মহামেডানের বিপক্ষে নামার আগে কী বললেন বাগান কোচ? জানুন

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচ খেলবেমোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। । যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (…

Mohun Bagan Coach José Francisco Molina

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচ খেলবেমোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। । যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan SC)৷ শেষ মরসুমে আইলিগ জয় করার সুবাদে এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান। প্রথমবার তাঁরা এই টুর্নামেন্ট খেলতে আসলেও পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে সকলকে। প্রথম ম্যাচে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে মহামেডান। গত দুই ম্যাচে তাঁদের পারফরম্যান্স চমকে দিয়েছে দেশের ফুটবলপ্রেমীদের।

   

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই শক্তিশালী মহামেডান দলকে আটকানোই এখন চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। শেষ সিজনে টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করলেও এবার খুব একটা ছন্দে নেই মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে ঘরের মাঠে এগিয়ে থেকেও আসেনি জয়। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকে তিন পয়েন্ট আসলেও ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছিল সমর্থকদের। যারফলে গ্যালারি থেকে কোচকে কেন্দ্র করে উঠেছিল “গো ব্যাক” স্লোগান। তারপর গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে বেঙ্গালুরু এফসির কাছে।

এই পরিস্থিতিতে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না বাগান কোচ জোসে মোলিনা‌ (Jose Molina)। চলতি সিজনের শুরুতে দলের উন্নত পারফরম্যান্সের কথা মাথায় রেখে তাঁকে দায়িত্ব দিয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। কিন্তু আশানুরূপ ফল না মেলায় যথেষ্ট হতাশ সকলেই। তবে শুধুমাত্র মোহনবাগান নয়। প্রায় একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। দলের হতাশাজনক পারফরম্যান্স থাকায় গত কয়েকদিন আগে নিজে থেকেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। যারফলে আসন্ন এই ডার্বি জয় না আসলেও মোলিনার উপর যে চাপ বাড়বে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

অনেকেই মনে করতে শুরু করেছেন আগামীকালের ডার্বি ম্যাচ কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে এই স্প্যানিশ কোচের। যদিও নিজে এসব মানতে নারাজ বাগানের হেডস্যার। পড়শী ক্লাবের পরিস্থিতির দিকে খুব একটা নজর না দিয়ে মূলত নিজের দলের ফুটবলারদের নিয়েই আত্মবিশ্বাসী থাকতে দেখা গেল মোলিনাকে। শুক্রবার সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, দলের কোচকে বরখাস্ত করা কখনও ক্লাবের জন্য ভালো দিক হতে পারে না। কিন্তু অন্য ক্লাবে কী হচ্ছে সেটা ভাবতে চাইছি না। কারণ আমি বিশ্বাস করি আমাদের ছেলেরা ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবে।”