Saturday, December 6, 2025
HomeSports Newsবাংলাদেশের বিরুদ্ধে নয়া চমক বিসিসিআইয়ের, ফিরছেন এই তিন তারকা

বাংলাদেশের বিরুদ্ধে নয়া চমক বিসিসিআইয়ের, ফিরছেন এই তিন তারকা

- Advertisement -

সদ্যই বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে এবং কানপুরে বিশাল ব্যবধানে প্রতিবেশীদের হারিয়েছেন রোহিত-বিরাট -বুমরাহরা। টেস্ট সিরিজের পর এবার পুজোর আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs BAN T20I) খেলতে তৈরি গৌতম গম্ভীরের দল। তবে আগামীকাল গোয়ালিয়রের মাঠে নামার আগেই ভারতীয় সমর্থকদের জন্য নতুন চমক আনল বিসিসিআই।

Advertisements

ভারতীয় দলের বর্তমান দুই ওপেনার শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে রজার বিনির বোর্ড। তাই এই মুহূর্তে ওপেনার হিসেবে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনকে ক্রিজে নামানোর পরিকল্পনা করছেন বিসিসিআই কর্তারা। শোনা যাচ্ছে খোদ কোচ গৌতম গম্ভীরেরও সমর্থন রয়েছে এই প্রস্তাবে। এছাড়াও বর্তমানে আঙুলের চোট পাওয়া বরুন চক্রবর্তীর জায়গায় রবি বিষ্ণোইকে খেলানোর সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে বিসিসিআই।

   

বিগত শনিবার ( ২৮শে সেপ্টেম্বর) আসন্ন ভারত বনাম বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মুহূর্তে স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মাত্র একজন -অভিষেক শর্মা। বাকি দলের সদস্যদের মধ্যে সেভাবে কেউ ওপেন করেননি। এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ‘তরতাজা’ হিসেবে পেতেই বর্তমান ওপেনিং জুটি গিল- জয়সওয়ালকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ভারতের সেরা ওপেনার রোহিত শর্মাও অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।

সেকারণেই অভিষেকের সাথে সঞ্জুকে খেলাতে উদ্যোগী কোচ গৌতম গম্ভীর। এছাড়া বিকল্প আর কোনও রাস্তা নেই ভারতের কাছে। এই সিরিজে তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। চারে ব্যাট করবেন রিঙ্কু সিং। পাঁচ এবং ছয়ে খেলবেন হার্দিক এবং রিয়ান পরাগ। এরপর হয়ত ব্যাট করতে নামবেন শিভম দুবে। সব মিলিয়ে ওপেন করা ছাড়া সঞ্জুর জন্য হয়ত আর কোনও রাস্তা খোলা নেই।

IND vs BAN: কোহলি-বুমরাহের প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম টেস্টের টিম ঘোষণা ভারতের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্যামসন এর আগে একটি ম্যাচে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলার পাশাপাশি ওপেনও করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ধর্মশালায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে। দুই বছরের বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে আবারও সেই সুযোগ পেতে পারেন স্যামসন। স্কোয়াডে আরেক উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা থাকলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্যামসনকে সম্ভবত শেষবারের মতো পরখ করে দেখবে ভারত। তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিতেশকে বসে থাকতে হতে পারে।

তবে সঞ্জুর পজিশনের একটা সুরাহা হলেও,অনুশীলন ম্যাচে ডান হাতে চোট পাওয়া মিস্ট্রি স্পিনার বরুন চক্রবর্তীকে নিয়ে দ্বিধায় রয়েছে ভারতীয় দল। তাঁর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে লেগ স্পিনার রবি বিষ্ণোইকে খেলাতে পারে ভারত। তবে বরুণকে না খেলালেও ভারতের ঝুলিতে ‘ব্যাকআপ’ হিসেবে রয়েছেন পরাগ, ওয়াশিংটন ও রবি। আর এই ম্যাচে ভারতের তিন পেসার খেলানোর সম্ভাবনাও আছে। অর্শদীপ সিং ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদবকে।

প্ৰসঙ্গত উল্লেখ্য যে প্রতিভা থাকলেও সঞ্জুকে সেভাবে ব্যবহার করতে পারেননি ভারতীয় দল। জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে শুধুমাত্র নিজের ব্যাটিং অর্ডার নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে সঞ্জুকে। তাই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে (IND vs BAN T20I) ওপেনার হিসেবে সঞ্জু পারফর্ম করতে পারেন কি না সেটাই এখন আলোচ্য বিষয়।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular