রো-কো জুটির বিদায় সংবর্ধনা কবে? জানালেন বোর্ড সহ-সভাপতি

ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer ) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ওয়ানডে ক্রিকেট (ODI) থেকে অবসর নেওয়ার জল্পনা ফের শুরু…

BCCI vice president Rajeev Shukla makes huge remark on Indian Cricketer Rohit Sharma & Virat Kohli retirement from ODI

ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer ) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ওয়ানডে ক্রিকেট (ODI) থেকে অবসর নেওয়ার জল্পনা ফের শুরু হয়েছে। বিশেষ করে ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপের আগে তাঁদের ভবিষ্যত নিয়ে বিসিসিআই ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এই গুঞ্জন ও জল্পনায় বিরাট-রোহিতকে নিয়ে চাপ নেই, স্পষ্ট করলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি (BCCI Vice President) রাজীব শুক্লা (Rajeev Shukla)। তিনি বলেন, বোর্ড কোনো ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দেয় না। অবসর নেওয়া সম্পূর্ণ ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত।

রাজীব শুক্লার বক্তব্য অনুসারে, দুই মহাতারকাই এখনও ওয়ানডে ক্রিকেট খেলছেন। তাঁরা নিজেদের ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে দলকে প্রমাণ করতে পারলে আগামী বছর ২০২৭ সালের বিশ্বকাপে তাঁদের সুযোগ আসতে পারে। যদিও বিরাট কোহলির বয়স তখন ৩৯ এবং রোহিত শর্মার ৪১ বছর হবে, তবুও বোর্ডের একাংশ বিশ্বাস করে তারা যোগ্য থাকলে মাঠে দেখা যেতে পারে। তবে এই জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অবশ্যই বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক।

   

গত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে বিরাট ও রোহিতের ফেয়ারওয়েল নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের সময় তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু রাজীব শুক্লা সেইসব গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, “ওরা এখনও খেলছে। ওদের ফেয়ারওয়েল নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এখনই বিদায়ের প্রশ্ন ওঠা অযৌক্তিক।”

বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ওই ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। একইভাবে রোহিত শর্মাও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবং পরবর্তী সময়ে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে তাঁরা এখনও সক্রিয়।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বোর্ড নয়, ক্রিকেটার নিজেই নেয়। রাজীব শুক্লা জানান, “আমরা কাউকে অবসর নেওয়ার জন্য চাপ দিই না। যখন ওরা নিজে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকে সম্মান করব।” ফলে বোর্ড থেকে বিরাট-রোহিতকে অবসর নেওয়ার কোনও অফিশিয়াল চাপ নেই।

এশিয়া কাপ এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ও রোহিতের অবস্থা নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে। যদিও তারা টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ওয়ানডে এবং ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত পারফর্ম করছেন। বিশেষ করে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ম্যাচে দুজনেরই খেলা নিশ্চিত। এই সিরিজের পরই ভবিষ্যত নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে তাদের আলোচনা হবে বলেও শোনা যাচ্ছে।

Advertisements

বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ এবং সফল ক্রিকেটাররা জাতীয় দলের জন্য অমূল্য সম্পদ। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি ওয়ানডে অধিনায়কত্বও করেছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতা তাঁর মনে আক্ষেপ রেখেছে, যা ২০২৭ সালে মিটিয়ে দিতে চান তিনি। অন্যদিকে, বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন, যদিও অধিনায়ক হিসেবে সাদা বলের ফরম্যাটে তেমন সাফল্য আসে নি।

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের গুঞ্জন যখন তুঙ্গে, রাজীব শুক্লা বলেন, “বিরাট ও রোহিত যথেষ্ট ফিট। তাদের ফেয়ারওয়েল নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই।” বোর্ডের স্পষ্ট বক্তব্য, ক্রিকেটাররা নিজেরাই যখন অবসরের সিদ্ধান্ত নেবে, তখনই তাঁরা সম্মান পাবে। ফেয়ারওয়েল ম্যাচ বা সংবর্ধনার বিষয়টি তখনই বিবেচনা করা হবে।

ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, আগামী অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এই দুই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন পর্যন্ত তাদের ওয়ানডে ভবিষ্যত নিয়ে কোনও চাপ বোর্ড থেকে আসেনি এবং দুজনেই ওয়ানডে ক্রিকেটে যোগ্যভাবে খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

BCCI vice president Rajeev Shukla makes huge remark on Indian Cricketer Rohit Sharma & Virat Kohli retirement from ODI