ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএল ২০২৪ এর (IPL 2024) দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করেছে। এর আগে প্রথম ২১ ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই।
লোকসভা নির্বাচনের কারণে দু’দফায় প্রকাশ করা হয়েছে আইপিএল ২০২৪-এর সূচি। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আইপিএল ২০২৪-এর দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচ হবে CSK বনাম KKR এর মধ্যে। একই সঙ্গে লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালায়। ৫ মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস তাদের দুটি ম্যাচ খেলবে গুয়াহাটিতে। ১৫ মে পাঞ্জাব কিংস ও ১৯ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে তারা। প্লে অফ শুরু হবে ২১ মে।
২১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একই মাঠে ২২ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলা হবে ২৪ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এরপর ২৬ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।
The wait is finally over! 😍
Here's the complete TATA #IPL2024 schedule! Mark your calendars 📅 and don't miss out on the non-stop cricket excitement 🔥
Tune-in to #IPLOnStar, LIVE, Only on Star Sports pic.twitter.com/9XopOFs6ir
— Star Sports (@StarSportsIndia) March 25, 2024
আগামী ১৪ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকে টিমের মধ্যে ম্যাচ হবে। এই দুই দলই ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে। সিএসকে তাদের শেষ হোম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১২ মে।