আগামী ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের প্রথম দুই টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে বেছে নিয়েছে বিসিসিআই (BCCI)। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিন ম্যাচের চার দিনের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ‘এ’ দল। এ জন্য প্রথম আনঅফিসিয়াল টেস্টের মাঝপথে বাকি দুই ম্যাচের স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই। তাতে ঢুকে পড়েছেন তিলক ভার্মা।
তিলক বর্তমানে রঞ্জি দল হায়দরাবাদের হয়ে খেলছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পরে তিলক ভার্মা চলতি রঞ্জি ট্রফিতে প্রবেশ করেছেন। নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। সিকিমের বিপক্ষে চলতি ম্যাচের প্রথম ইনিংসে ৬৬ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদ দলের অধিনায়কও বটে। তিলক সম্প্রতি ভারতের আফগানিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন এবং সেই কারণেই রঞ্জিতে উপস্থিত ছিলেন না।
অভিমন্যু ঈশ্বরনকে এই সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে। ১৭ থেকে ২০ জানুয়ারি এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ হবে ২৪ থেকে ২৭ জানুয়ারি এবং ১ থেকে ৪ ফেব্রুয়ারি। শনিবার প্রথম ম্যাচের শেষ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৩১ রান, তখন ইংল্যান্ডের দরকার মাত্র ৬ উইকেট। তৃতীয় দিন শেষে ভারতের ‘এ’ দলের স্কোর ৪ উইকেটে ১৫৯।
🚨 NEWS 🚨
India ‘A’ squad for second and third multi-day matches against England Lions announced.
Details 🔽https://t.co/h06xlQCyP5
— BCCI (@BCCI) January 19, 2024
ভারত ‘এ’ দলের বাকি ২ ম্যাচের স্কোয়াড
দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, কুমার কুশাগ্র, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার, আর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডে, ভিদাভাত কাভেরাপ্পা, উপেন্দ্র যাদব, আকাশদীপ, যশ দয়াল।
তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, রিঙ্কু সিং, তিলক ভার্মা, কুমার কুশাগ্র, ওয়াশিংটন সুন্দর, শামস মুলানি, অর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডে, বিদভাত কাভেরাপ্পা, উপেন্দ্র যাদব, আকাশদীপ, যশ দয়াল।