HomeSports NewsIPL 2024: এবারের আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ ভাবনা

IPL 2024: এবারের আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ ভাবনা

- Advertisement -

আজ অর্থাৎ ২২ মার্চ আরসিবি বনাম সিএসকে-র ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2024)। এবারের টুর্নামেন্ট ভারতীয় খেলোয়াড়দের জন্য খুব স্পেশাল হতে চলেছে। আইপিএল ২০২৪-এর পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। যার জন্য বিসিসিআই (BCCI) নির্বাচকদের বেছে নিতে হবে শক্তিশালী দল।

আসন্ন টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআইয়ের নির্বাচকরা বিশেষ পরিকল্পনা করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, টেম্পারমেন্ট ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য সরাসরি মাঠে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়।

   

বিসিসিআইয়ের নির্বাচকরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করার জন্য চেষ্টা চালাবেন পুরো দমে। আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হতে পারে। এবার বিসিসিআইয়ের নির্বাচকরা আইপিএলের ম্যাচে যোগ দিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স, প্লেয়িং টেকনিক ইত্যাদির দিকে নজর রাখতে চলেছেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, বিসিসিআই নির্বাচকরা খেলোয়াড়দের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করতে পারেন। আসন্ন বিশ্বকাপ যেহেতু টি২০ ফরম্যাটের তাই এবারের আইপিএল-এর দিকে বাড়তি নজর রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চাপের মধ্যে ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন সেটাও একটা দেখা বিষয় হবে।

আইপিএল ২০২৪-এ সকলের নজর ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন এবং কেএল রাহুলের দিকে থাকবে। এঁরা সকলেই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিসিসিআই নির্বাচকদের টি-টোয়েন্টি বিশ্বকাপেরজন্য এই চার খেলোয়াড়ের মধ্যে অন্তত দু’জনকে দলে নেওয়া যেতে পারে। এখন দেখার বিষয় এই খেলোয়াড়দের মধ্যে কে আইপিএল ২০২৪-এ সবথেকে ভালো পারফর্ম করতে পারবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular